সৌমিত্র স্মরণে

0
115

Actor Soumitra Chatterjeeআজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭তম জন্মবার্ষিকী। ১৯ জানুয়ারি, ১৯৩৫- এ জন্মেছিলেন বাংলার পর্দায় বিশ্ব কাঁপানো এই কিংবদন্তি। সাল ১৯৫৯, বাঙালির মন জুড়ে তখন শুধুই উত্তম কুমার। তার অভিনয়ে মুগ্ধ সকল বাঙালি। ঠিক সেই সময় মুক্তি পায় সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। বাংলার চলচ্চিত্র জগৎ পেয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Apur Sangsar

  • ১৯৫৯ সালে প্রথম সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে আত্মপ্রকাশ। এছাড়াও মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও অজস্র ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র।

Feluda

  • এছাড়া সত্যজিতের অনন্য সৃষ্টি ‘ফেলুদা’ চরিত্রে একাধিক ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
  • সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ প্রতিটি ছবি আজও অমলিন বাঙালীর মননে।

Soumitra Chatterjee got award

  • সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম জাতীয় পুরস্কার পান ১৯৯১ সালে ‘অন্তর্ধান’ ছবির জন্য।
  • ১৯৯৯ সালে ফরাসী সরকারের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান ‘কম্যান্দর দ্য লার্দ্র দে আর্ত্ এ দে লের্ত্র’-এ ভূষিত হন তিনি।

legend Soumitra

Soumitra Chattopadhyay

  • ২০০৪ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন, ২০১২ সালে পান দাদাসাহেব ফালকে ও সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার।
  • ২০১৭ সালে ফরাসি সরকারের দেওয়া ‘লেজিয়ঁ অফ অনর’ সম্মানেও ভূষিত হন সৌমিত্র চট্টোপাধ্যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here