অন্যরকম জন্মদিন উদযাপন জয়িতার

0
82

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জন্মদিনের ধরন পালটে দিচ্ছে ইয়ং জেনারেশন। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রচেষ্টা এবং অনুপ্রেরনায় জন্মদিন সহ নানা আনন্দের দিনগুলিকে ক্রমশ মানবিক করে তুলছে সাধারন মানুষ।প্রচলিত পারিবারিক অনুষ্ঠানের ধারা ভেঙে দিয়ে আধুনিক ও মানবিকতার ধারাবাহিক নজির রেখে দিয়ে মাথা তুলে দাড়াচ্ছে সমাজ ব্যাবস্থা।মানুষের প্রকৃত শিক্ষার ব্যবহার সঠিক ভাবে প্রয়োগের ফলে পালটে যাচ্ছে সমাজিক রীতিনীতি।জন্মদিন মানেই একরাশ আনন্দ। জন্মদিন মানেই নতুন একটা দিন,জীবনের একটা বছর পিছনে ফেলে আসা।আর সেই জন্মদিনেই যদি জীবনের সঠিক এবং মানবিক শিক্ষায় শিক্ষিত রুচির পরিচয় দেওয়া হয়।তাহলে সেই শুভদিন হয়ে ওঠে অনেক আনন্দময়।সেই রকম একটা জন্মদিনের উদাহরন হয়ে থাকলেন আলিপুরদুয়ার হাসপাতাল রোডের সারেং পট্টির বাসিন্দা বছর চোদ্দোর তরুনী জয়িতা মজুমদার।নিজের জন্মদিনে সবাই চায় কেক কেটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেলিব্রেশন করতে। কিন্তু নিজের জন্মদিনে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ শিশু এবং মানুষের মুখে হাসি ফুটিয়ে জন্মদিন উদযাপন করতে পরেন কতজন।সেই রকম আজ আলিপুরদুয়ার কালজানি নদীর বাধের পাড় এলাকায় একদল কচিকাঁচা এবং দুঃস্থ মানুষকে খাইয়ে নিজের জন্মদিনে মানবতা উপহার দিলেন তরুনী। দুদিন ধরে ক্রমাগত প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আলিপুরদুয়ারে।বাধের পাড় এলাকায় ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ায় মানুষ আশ্রয় নেয় বাঁধের উপর।এই পরিস্থিতিতে নিজের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে জন্মদিনের খরচ দিয়ে অসহায় শিশু ও বন্যাদুর্গতদের মুখে খাদ্য তুলে দিয়ে দৃষ্টান্ত গড়ে তুললো চোদ্দ বছরের ছোট্ট মেয়েটি।এদিন প্রায় ৫০ জন মানুষের হাতে খাদ্য তুলে দিতে পেরেছে সেই ছোট্ট মেয়ে জয়িতা।
জয়িতা বলেন জন্মদিনে এমনিতেই যারা খেতে পায় তাদের না খাইয়ে যদি ছোট্ট শিশুদের খাওয়ায়াতে পেরেছি যারা সত্যিই এই মুহুর্তে অসহায়।তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুব খুশি।

Birthday Celebration in Different Way
জয়িতা। নিজস্ব চিত্র

প্রসঙ্গত জয়িতা আলিপুরদুয়ার ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্যা প্রিয়া মজুমদারের বোন। এই প্রসঙ্গে প্রিয়া মজুমদার বলেন নিজের ছোট বোনের এহেন কর্মকান্ডে আমি এবং আমার পরিবার যেমন অবাক তেমনি গর্বিত।
ছোট্ট জয়িতার কর্মকান্ডে সামিল হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদর কো-অর্ডিনেটর সন্দীপন সরকার বলেন এভাবেই বদলে দেওয়ার স্বপ্ন আমিও দেখি।কিন্তু এতো ছোট্ট একটি মেয়ের এমন উদ্যোগ সত্যিই চমকে দেওয়ার মতো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গাইনাজেশনের সদস্য সন্দীপন সরকার,অপরূপ পাল,রিন্টু রায়,বিশাল মন্ডল, জ্যোতিম্ময় বিশ্বাস, সদস্যা প্রিয়া মজুমদার ও অন্যান্য সদস্যরা।জয়িতার এই মহৎ উদ্যোগে দুহাত তুলে তাকে আশীর্বাদ করে ধন্য ধন্য করে উঠেছেন বাধের পাড়ের সেই অসহায় মানুষেরা। এই উদ্যোগই দেখিয়ে দিলো মানবিকতার কোনও বয়স হয়না।

আরও পড়ুনঃ ব্রাহ্মণী নদী তীরে ‘মহানিরবাণ মঠ’ পূর্ণ ভারতের দৃষ্টান্ত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here