নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পশ্চিমবঙ্গের প্রথম মূখ্যমন্ত্রী ডাঃ প্রফুল্ল ঘোষের ১২৭তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার সুতাহাটা থানার অন্তর্গত বাড় বাসুদেবপুরে তাঁর নিজস্ব বসত বাড়িতে।
ওই জেলার পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের দেউলপোতা গ্রাম পঞ্চায়েত,লাইট ক্লাব এবং পাঠাগারের উদ্যোগে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ প্রফুল্ল চন্দ্র ঘোষের এই জন্মদিবস পালনের মধ্য দিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল কেক কাটা পর্ব।প্রফুল্ল চন্দ্র ঘোষের বাড়িটির দশা দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে সম্মান তথা তাঁর এই ভগ্নপ্রায় বাড়ির সংস্কার এবং রক্ষণাবক্ষেণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়াও বালুঘাটা – কুকড়াহাটী সড়কের নাম ডাঃ প্রফুল্ল চন্দ্র ঘোষের নামে নামকরণ করার জন্যও দাবি ওঠে।উপস্থিত ছিলেন, হলদিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি সুব্রত কুমার হাজরা, সহ-সভাপতি সাইফুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সোমনাথ ভূঞ্যা, দেউলপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা কুইতি,উপ-প্রধান রামপদ জানা। এছাড়াও উপস্থিত ছিলেন,বিশিষ্ট সাংবাদিক দুর্গাপদ মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: কাঁটাতারের সীমানা পেরিয়ে বাউলের সুর আকর্ষিত করে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584