বিশ্বভারতীর বাংলাদেশ জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত দ্বার

0
84

পিয়ালী দাস, বীরভূমঃ

সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের জাদুঘর।আজ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন ও বাংলাদেশ ভবনের চিফ কো অর্ডিনেটর মানবেন্দ্র মুখোপাধ্যায় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।শারদোৎসবের ছুটি পর্যন্ত কোনও টিকিট ছাড়াই এই জাদুঘর দেখতে পাবেন পর্যটকরা।

ছবি প্রতিবেদক

তবে পর্যটকদের সঙ্গে বৈধ সচিত্র পরিচয় পত্র রাখতে হবে।সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বাংলাদেশ ভবনের জাদুঘর।উদ্বোধনের পর এখনও কিছু কাজ বাকি থাকায় সকলের জন্য জাদুঘরটি খুলে দেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ ভবনের চিফ কো অর্ডিনেটর মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন,”আমরা প্রথম থেকেই চেয়েছিলাম জাদুঘরটি সকলের দেখার জন্য খুলে দিতে।কিন্তু, কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হচ্ছিল না।তবে ১৮ সেপ্টেম্বর থেকে এই জাদুঘর খুলে দেওয়া হবে।” ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের দ্বারোদঘাটন করেন। এরপর থেকে ভবনের গ্রন্থাগারটি সকলের জন্য খুলে দেওয়া হলেও জাদুঘরটি খোলা হয়নি।

ছবি প্রতিবেদক

এই জাদুঘরে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিভিন্ন ছবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দুষ্প্রাপ্য ছবি, তথ্যসহ আরও বেশকিছু নিদর্শন। বাংলাদেশ সরকারের আনুমানিক ৪০ কোটি টাকা ব্যয়ে বিশ্বভারতীতে ইন্দিরা গান্ধি জাতীয় সংহতি কেন্দ্রের পিছনের মাঠে ১ লাখ ৪০ হাজার স্কয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন।১৮ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে এই জাদুঘর।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা আসেন তিথি মেনে কিন্তু হারিয়ে যাচ্ছে ভো কাট্টা ধ্বনি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here