নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
প্রাচীণ বিষ্ণুপুর ঘরাণার শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে শুরু হয়েছে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে জোড় শ্রেণীর মন্দির প্রাঙ্গন ‘পোড়া মাটির হাটে’ তিন দিনের এই মিউজিক ফেস্টিভ্যালে বিষ্ণুপুর ঘরানার প্রথিতযশা শিল্পীরা ধ্রুপদ সঙ্গীত পরিবেশন করবেন।
বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষ্যে অপরুপ আলোক সজ্জায় সেজে উঠেছে জোড় শ্রেণীর মন্দির প্রাঙ্গন।এক দিকে পোড়া মাটির হাট,অন্যদিকে সেখানেই শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদের মূর্ছণা।সব মিলে মিশে যেন একাকার।
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানের কাঞ্চন উৎসবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত
ইতিমধ্যে এই সঙ্গীতের টানে শহরে এসে পৌঁছে গেছেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক।এই মুহূর্তে বিষ্ণুপুর বাসীও স্বপ্ন দেখতে শুরু করেছেন মল্ল রাজাদের তৈরী অসংখ্য প্রাচীণ মন্দিরের পাশাপাশি ঐতিহ্যবাহি বিষ্ণুপুর ঘরাণার সঙ্গীতের টানেও এবার থেকে আরো বেশী পর্যটক বিষ্ণুপুর মুখী হবেন।আগামী রবিবার পর্যন্ত মিউজিক ফেস্টিভ্যাল চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584