বিকেল পর্যন্ত ফালাকাটায় অব্যাহত বাইসন তাণ্ডব, আতঙ্ক

0
56

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লকডাউনের মধ্যেই পশ্চিম ফালাকাটা গ্রামে বাইসনের হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিকে ঘরবন্দি সাধারণ মানুষেরা, করোনা আতঙ্কে লকডাউন পুরো দেশ।

bison at village | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে এই অবস্থায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম ফালাকাটা এলাকায় ঢুকে পড়লো বাইসন। লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বাইসনের হানায় একটি গরু গুরুতর আহত হয়।

Sankar Barui | newsfront.co
শঙ্কর বারুই, আতঙ্কিত স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

বাইসন ওই বেঁধে রাখা গরুটির উপর চড়াও হয়।পশ্চিম ফালাকাটার বড়োডোবায় একটি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর পাশাপাশি একটি মোটর সাইকেল ভেঙ্গে দিয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে দলগাঁও রেঞ্জের ও মাদারিহাট রেঞ্জের বনদফতরের কর্মীরা। তারা এসে বাইসনটিকে দুটি ঘুমপাড়ানি গুলি করে, কাবু করার চেষ্টা করে।

আরও পড়ুনঃ ডোমকলের ইমাম সংগঠনের সচেতনতা বার্তা, মাস্ক বিতরণ

bison | newsfront.co
বাইসন। নিজস্ব চিত্র

বিকেল পর্যন্ত বাইসন এলাকায় ঘুরে বেড়ায়, রীতিমতো তান্ডব চালায় সংশ্লিষ্ট এলাকায়। যার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে করোনা আতঙ্কের কারণে গৃহবন্দি সকলেই, তার উপর বাইসনের হানায় বেশ আতঙ্কিত এলাকাবাসী।

village | newsfront.co
নিজস্ব চিত্র

বাইসনের হানায় লোকজন বাড়ি থেকে বের হয়ে এসেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার যে প্রচেষ্টা তা এই বাইসন এসে সেই প্রচেষ্টাকে গুঁড়িয়ে দিয়েছে। দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা জানান,”বাইসন টিকে উদ্ধার করা হয়ছে । জলদাপাড়া ডিভিশনের চিলাপাতা নিয়ে যাওয়া হচ্ছে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here