মীর রাকেশ রৌশান,কলকাতাঃ
চিত্র শিল্পের প্রদর্শনীর প্রতি আকর্ষণ ছোট্টো বেলা থেকেই,ওখান থেকে অনেক রসদ পাওয়া যায়।ভালো ছবি দেখলেই,চট করে মোবাইল বের করে ছবির ছবি তুলি নিই।অবসরে তা বারবার দেখি।কিছু ছবি মনের মণিকুঠায় জায়গা করে নেয়,ভাবায় প্রতি মূহুর্তে। চলতি বছরে এরকমই একটা ছবি বারবার ভাবিয়েছে, আলোড়িত করেছে মনকে।একজন পুরুষ হিসেবে লজ্জিত হয়েছি।এমনকি যতবারই ছবিটি দেখি ততবারই মাথানত করি।এবছর বিড়লা আর্ট অ্যাকাডেমিতে ‘ ইমাজিনেশন’ গ্রুপের চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলো দেশ বিদেশের প্রায় ২৪ জন যুবা শিল্পী। এদের মধ্যে একটি ছবির টাইটেল পড়েই আতঙ্কিত হয়ে গেছিলাম।ছবিটির নাম ‘অ্যাঙজাইটি’, শিল্পী প্রিয়াঙ্কা দত্তের আঁকা। মিক্স মিডিয়ামে ৩৩*৪৮ মাপের পেপার আঁকা। ছবিটিতে শুধু দুটি আতঙ্কিত হাত ছাড়া শরীরের কোন অংশ এখানে দেখায়নি।
কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের এই আঙজাইটি? পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রতি ১৩ মিনিটে একজন করে নারী ধর্ষিত হয়।দিল্লির আট মাসের বাচ্চার কথা মনে পড়ে? কাজ থেকে ফিরে তার মা দেখতে পায় তার শিশুকন্যা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে।অথবা এবছরই বর্ধমান স্টেশনে সত্তর বছরের বৃদ্ধা,যার গোটা শরীর জুড়ে রক্তের বন্যা।বৃদ্ধার সাদা শাড়িজুড়ে শুধু লাল রক্তের দাগ। আবার দামিনীর বিষয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিলো। প্রতিবাদ মিছিল,মোমবাতি মিছিল দিল্লির রাজপথ ভরে গেছিলো মানুষের ভিড়ে।আজও পৃথ্বী ব্যান্ডের’লজ্জা’ গানের সেই লাইন- “আমার শরীর আজ ভিজে যায়,
রক্তে নাকি ভারীবর্ষায়
কিছু চোখ গিলছে আমায়
ভীষণ সস্তায়, ফাকা রাস্তা…।” মনে পড়ায় দামিনীর নির্মমতা।
সমাজের এই অবনতি শিল্পীর রঙ,তুলিতে ধরা পড়েছে।ধরা পড়েছে উদ্বেগ, ভবিষ্যতের আশঙ্কা,অনিশ্চয়তাবোধ, দুশ্চিন্তা।সমাজের প্রতিটি নারী তার যাপিত জীবিনে সব কিছু বহনের সাথে সাথে তার ব্যাগে একটি অ্যাঙজাইটিও বহন করে নিয়ে বেড়ায় প্রতিমুহূর্তে। ফাকা রাস্তায় কিভাবে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত রাখবে? একটু রাত হলে কিভাবে সে একা বাড়ি ফিরবে? অথবা বাসে,ট্রেনে,ট্রামে বা কোন সামাজিক অনুষ্ঠানের ভিড়ে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে? এই অ্যাঙজাইটি অধিকাংশ মহিলা বহনকরে।কিন্তু পাড়ার মোড়ে মোড়ে বড় বড় হোডিং “বেটি বাঁচাও,বেটি পড়াও”। অদ্ভুত আধার এসেছে দেশে।শুনছি নারী, ধর্ষণ নারী নিরাপত্তাহীণতায় দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পিছুনে ফেলে আমার দেশ এখন প্রথম স্থান অধিকার করেছে।এরকম চলতে থাকলে এবার হয়তো অ্যাঙজাইটির পরিবর্তে দেখতে পাবেন ” আগলি জনম মোহে বিটিয়া না কিজো”।
আরও পড়ুন: অভিনব রক্তদান শিবির মিঠানিতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584