বাইসনের তান্ডবে জখম ৪

0
53

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দুটি বাইসনের তাণ্ডপে জখম হলেন চারজন।একজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা গেছে,গুঁতো দিয়ে তার পেটের নাড়িভুঁড়ি বের করে দিয়েছে বাইসন।

Bison injures 4
নিজস্ব চিত্র

শনিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল থেকে বাইসন লোকালয়ে বেরিয়ে পরে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া চেপানি,পূর্ব চেপানি, মহাকালগুড়ি, চিকলিগুড়ি ও তালেশ্বরগুড়ি গ্রামে দাপিয়ে বেড়াতে শুরু করে বাইসন তিনটি।খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। জখম চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

আরও পড়ুনঃ সারগাছিতে নাকা চেকিং-এ গাঁজা উদ্ধার

জখমরা হলেন মৃত্যুঞ্জয় সরকার,নিলু পন্ডিত ও চঞ্চল দেবনাথ।জখমরা সকলে চেপানি গ্রামের বাসিন্দা। তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে জানা গেছে একটি বাইসনকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করার সময় বাইসনটি তেড়ে আসে।পরে অবশ্য আরও একটি গুলি করে সেটিকে কাবু করা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন,“ দুই বাইসনের মধ্যে একটি বাইসনকে জঙ্গলে খেদিয়ে দেওয়া হয়েছে। অন্যটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনের হামলায় জখমদের যাবতীয় চিকিৎসার খরচ বহন করছে বনদপ্তর।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here