পৌষমেলায় সার্বিক স্বচ্ছতা আনতে ই -টেন্ডার পদ্ধতির সিদ্ধান্ত বিশ্বভারতীর

0
85

পিয়ালী দাস, বীরভূমঃ

এবছর ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোলপুর তথা শান্তিনিকেতন-এর পৌষমেলা । আর
এবার শান্তিনিকেতনে পৌষমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়া, পৌষমেলায় প্যান্ডেল, আবর্জনা পরিষ্কার, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি ক্ষেত্রেও ই-টেণ্ডার পদ্ধতি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে পৌষমেলার আয়োজন নিয়ে এবছরে প্রথম বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বিশ্বভারতী কর্তৃপক্ষ। নিজস্ব চিত্র

পৌষমেলায় স্টল বণ্টন নিয়ে প্রতি বছর একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া, পৌষমেলায় প্যান্ডেল তৈরি, আবর্জনা পরিষ্কার, বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক ক্ষেত্রে কাজের টেন্ডার কর্মী, আধিকারিকদের পৃষ্ঠপোষকরাই পেয়ে যান বলে অভিযোগ ছিল। তাই এই ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ৫ লক্ষ টাকার বেশি বাজেটের ক্ষেত্রে ই-টেন্ডার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মীসভা, অধ্যাপক সভা, নিরাপত্তা আধিকারিক, বিভিন্ন ভবনের অধ্যক্ষ, শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা।

অন্যদিকে অভিযোগ, পৌষমেলায় শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ চুক্তি অনুযায়ী সহযোগিতা করে না। বোলপুর পৌরসভাও পর্যাপ্ত জলের ব্যবস্থা করে না বলে অভিযোগ ওঠে বৈঠকে। এই বিষয়ে পর্ষদ ও পৌরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন উপাচার্য।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “এদিন আমরা একটি বৈঠক করেছি। আমরা চাই পৌষমেলা খুবই ভালো ভাবে সম্পন্ন হোক।”

উল্লেখ্য, গত বছর থেকে পৌষমেলায় দূষণ রুখতে ভাঙা মেলার বদলে মেলাকে ছ’দিনের করে দেওয়া হয়েছে । এবারও একই ভাবে ছ’দিনের পৌষমেলা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here