নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিজেপির নামে মিথ্যা দোষারোপ করছেন মমতা ব্যানার্জী। তাই তাঁর বিরোধিতা করে বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের টেঙ্গুয়ামোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী জনগণের উদ্দেশ্যে গাড়ি থেকে নামতে গিয়ে আহত হন। সেই মোতাবেক গতকাল তিনি দাবি করেছিলেন তাঁকে বেশকয়েকজন ধাক্কা মেরেছেন। যে কারণে বিজেপি তৃণমূলের মধ্যে ফের গণ্ডগোল সৃষ্টি হলে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জুন মালিয়ার
দুইপক্ষের দফায় দফায় অবরোধ, বিক্ষোভ চলে দিনভর। নন্দীগ্রামের বেশকিছু জায়গায় তৃণমূল মিছিল করে, অভিযোগের আঙ্গুল তোলে বিজেপির দিকে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির দরজা খোলা থাকার কারণে, সামনের একটা লোহার স্তম্ভে ধাক্কা লেগে গাড়ির দরজা মুখ্যমন্ত্রীর পায়ে লাগে, যার ফলে সেই মুহূর্তে গুরুতর জখম হন তিনি।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ, কলকাতা হাইকোর্টের রায়ে জয়পুর থেকে লড়ছেন উজ্জ্বল কুমার
তবে সেই সময় মমতা ব্যানার্জীকে স্বাগত জানাতে গাড়ির সামনে জনতার ভিড় জমে সেই মুহূর্তেই চোট পান তিনি। আর তাঁর জেরেই তৃণমূল বিজেপির মধ্যে রেষারেষি শুরু হলে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। তবে অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী এসএসকেএম থেকে দলের সকলকে সংযত থাকার পরামর্শ দেন। কিন্তু তাঁরই মধ্যে এমন উত্তেজনা সৃষ্টির ফলে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584