হরষিত সিং,মালদা ২০ জুনঃ-
আজ বিশ্ব যোগা দিবস পালন করল ষাট নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। আজ সকাল ৭টা নাগাদ পুরাতন মালদার নারায়নপুর বিএসএফ ক্যাম্পে বিএসএফ অফিসার এবং জওয়ানরা বিশ্ব যোগা দিবস পালন করেন।
শরিরের সাথে মনকেও সুস্থ রাখতে বিশ্ব যোগা দিবসে যোগ করলেন বিএসএফ জওয়ানরা। এই বিশ্ব যোগা দিবসে উপস্থিত ছিলেন, ৬০ নং ব্যাটেলিয়নের কমানডেন্ট হর্ষনন্দন যোশী,ডেপুটি কমানডেন্ট অনন্ত সিং সহ অন্যান্য বিএসএফ অফিসার ও জওয়ানরা। কমানডেন্ট হর্ষনন্দন যোশী জানান, গত একমাস ধরে যোগের নিয়মিত অভ্যাস করে বিএসএফ জওয়ানরা। সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা মানসিক চাপে থাকে, সেই চাপ দূর করতে যোগ অভ্যাস করেন তারা। বিশ্ব যোগা দিবস উপলক্ষে ৬০ নং ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সারা বিশ্বের সাথে তারাও যোগ অভ্যাস করেন। শতাধিক অফিসার এবং জওয়ানরা এই যোগা দিবসে অংশ নেন। সকাল সাতটা থেকে যোগ ব্যায়ামের শিক্ষক দ্বারা যোগ ব্যায়াম অনুশীলন করানো হয়। উদ্দেশ্য শরীর এবং মন সুস্থ রাখতে এই যোগ ব্যায়ামের অভ্যাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584