নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দাঁত দিয়ে এক মিনিটে পাঁচ-পাঁচটি নারকেল ছুলে ফেলার ক্ষমতায় বিখ্যাত হয়েছেন ফালাকাটা কলেজের সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র বিশ্বজিৎ বমর্ণ। বাবা সামান্য কৃষক।
সূত্রের খবর, ফালাকাটার ডালিমপুরের বাসিন্দা বিশ্বজিতের সুনাম জেলা ছাড়িয়ে বাইরের জেলাতেও ছড়িয়ে পড়েছে। তাঁর দাঁতের কেরামতি দেখার জন্য বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে। শুধু বাড়িতেই নয়, বাইরের নানান জায়গা থেকে বিভিন্ন অনুষ্ঠানে ডাক আসছে বিশ্বজিতের। সেখানে দাঁতে নারকেল ছোলার শো করছেন বয়স বাইশের এই যুবক।
বিনয় রায়, প্রতিবেশী। নিজস্ব চিত্র
বিশ্বজিৎ বর্মন। নিজস্ব চিত্রআরও পড়ুনঃ দিল্লির রাজপথে প্রতিবাদে মুখর ঐশীরা, সঙ্গে সীতারাম-শরদ
সকলের যেখানে একটি নারকেল ছুলতেই অবস্থা খারাপ হয়ে যায়; হাতুরি, দা দিয়েও একটি নারকেল ছোলা যায় না, সেখানে বিশ্বজিৎ একাই একশো।
এ প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, “এটা তেমন কিছু কঠিন কাজ নয়। আমি সেনাবাহীনিতে যোগদান করতে চাই। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতে চাই। সেই কারণে নিয়মিত শারীরিক কসরত করি। সেই সঙ্গে দাঁতেরও ব্যায়াম করি।তাই করতে করতে অভ্যাস হয়ে গেছে। ছোট থেকেই দাঁত দিয়ে নারকেল ছোলার অভ্যাস করছি আমি। এখন দাঁতে নারকেল ছোলা আমার কাছে জলভাত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584