তপন চক্রবর্তী,উত্তর দিনাজুরঃ
দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হল সোমবারের বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে।দুর্গাপূজার বাকি আর মাত্র ২৮ দিন।সোমবার উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের কালিয়াগঞ্জ বিবেকানন্দ পৌর বাস স্ট্যান্ডে আই এন টি টি উই সির মটর শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পূজার উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি মটর শ্রমিক সংগঠনের কালিয়াগঞ্জ ইউনিটের সভাপতি উজ্বল সাহা,বিশিষ্ট শ্রমিক নেতা শ্যামা সিকদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।
পৌর পিতা বলেন কালিয়াগঞ্জ বিবেকানন্দ পৌর বাসস্ট্যান্ডের সংস্কারের কাজ চলায় পূজায় আগত দর্শনার্থীদের একটু অসুবিধা হলেও হতে পারে।এই অসুবিধা নিজেদের শহরের উন্নয়নের স্বার্থের কথা ভেবে মেনে নেবার জন্য আবেদন রাখছি।বিশ্বকর্মা পূজা উপলক্ষে কালিয়াগঞ্জ বিবেকানন্দ পৌর বস্ট্যান্ডকে আলোক মালায় সজ্জিত করা হয়েছে।কালিয়াগঞ্জ শহরে আই এন তিনটি ইউ সির পূজা ছাড়াও বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কের পাশে সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর মটর ট্রান্সপোর্ট শ্রমিক সংগঠন,বয়রা কালি মন্দির রোডে টি টি চালকদের ও কালিয়াগঞ্জ থানার বিপরীতে বাস স্টান্ডেও বিশ্বকর্মা পূজা দেখবার জন্য মানুষের ব্যাপক ভিড় হয়।কাঠফাটা রৌদ্রের মধ্যেও বিশ্বকর্মা পূজা দেখতে মানুষ বেরিয়ে পড়ে।
আরও পড়ুনঃ অদ্ভূত দর্শন মশা ঘিরে আতঙ্ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584