নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের শক্তিবৃদ্ধি করল তৃণমূল। কংগ্রেস, বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে মালদহের সাংগঠনিক শক্তি কিছুটা হলেও বাড়িয়ে নিল তৃণমূল।
বৃহস্পতিবার বাহারালে কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাফিজুল খান প্রায় শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। নতুন আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে ডিএসও
অন্যদিকে, বুধবার সন্ধ্যা নাগাদ মালদা জেলার রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর এলাকায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন। যোগদান কর্মসূচির পর এলাকার বেহাল রাস্তাঘাটের সমস্যা নিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। বেহাল রাস্তা খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার করে মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584