নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
দেশ জুড়ে করোনা পরিস্থিতিতেও রাজনৈতিক দলবদল অব্যাহত বাঁকুড়ায়। এবার সোনামুখী ব্লক এলাকায় বিজেপি, সিপিএম ছেড়ে আড়াই হাজার মানুষ যোগ দিয়েছেন তৃণমূলে। রবিবার সোনামুখী শহর ও ব্লক তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই দলবদল হয় বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, তৃণমূল নেত্রী ও প্রাক্তন বিধায়ক দীপালী সাহা, জয়ন্ত মিত্র প্রমুখ।তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিস বটব্যাল বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বড় জমায়েত করা হয়নি। সামাজিক দূরত্ব বজায় রেখে সিপিএম ও বিজেপি ছেড়ে আসা আড়াই হাজার কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।’
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞার অবসান, ইলিশ ধরতে কোমর বাঁধছে মৎস্যজীবীরা
কিন্তু এতো কিছুর পরেও বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলের। দলের নেতা ও সোনামুখী পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমানে প্রশাসক সুরজিৎ মুখার্জী নিজে অনুপস্থিত এই দলবদলের অনুষ্ঠানে। দলের জেলা সভাপতি শুভাশিস বটব্যালকে এপ্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ‘ওনার এক আত্মীয় অসুস্থ। উনি সেখানেই গেছেন।’ কিন্তু সুরজিৎ মুখার্জীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই কাজ হয়েছে। কেন হয়েছে এর উত্তর জেলা সভাপতি দিতে পারবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584