নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ। ঘটনায় আহত ৫ তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ।
আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, সোমবার সন্ধ্যার সময় যখন তারা কেশপুর থানার ট্যাবাগেড়া বাজারে বসে চা খাচ্ছিলেন, সেই সময় বিজেপির মিছিল থেকে হঠাৎই তাদের উপর হামলা চালানো হয়।
লাঠি, বাঁশ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। এরফলে আহত হয় ৫ তৃণমূল কর্মী। তাদের মধ্যে ২ জনকে কেশপুর ও ৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান জানান, কেশপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে দলের তরফে। যদিও তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস। তিনি জানান, কাটমানি নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। এতে বিজেপির কেউ যুক্ত নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584