নিজস্ব সংবাদ ব্যুরো,উত্তর দিনাজপুরঃ
গতকাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হাইস্কুলে ছাত্র পুলিশ সংঘর্ষের জেরে স্কুলের এক প্রাক্তন ছাত্র রাজেশ সরকারের মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকে শুরু হয়েছে জেলা বনধের ডাক দিয়েছে বিজেপি।
একদিকে বিজেপির ১২ ঘন্টা জেলা বনধ অপরদিকে আজ মহরম সব মিলিয়ে জেলায় আর নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমন যাতে না হয় তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
এদিকে জেলা বিজেপির সভাপতি শঙ্কর চক্রবর্তীর দাবি করেন এই ঘটনার জেরে তাপস বর্মন নামে আরো এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।এদিকে বেলা যত বাড়ছে ততই বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে এই বনধকে কেন্দ্র করে।
সরকারি বাস ভাঙচুরের ভিডিও ক্লিপসঃ
জানা যায় বনধ সমর্থনকারীরা রায়গঞ্জ কসবা মোড়ে ও তেঁতুলতলায় একটি সরকারি বাস ভাঙচুর করে।
বাস ভাঙচুরের ভিডিও ক্লিপসঃ
এদিকে সিপিএম নেতা সাংসদ মহম্মদ সেলিম এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন,”এই ঘটনা ক্ষমাহীন অপরাধ।স্কুল কর্তৃপক্ষর উচিত ছিল স্থানীয় মন্ত্রী, বিধায়ক,অভিভাবক, শিক্ষা দফতর ও অন্য সবাইকে নিয়ে আলোচনায় বসে সমস্যা মেটানো।
তৃণমূল কংগ্রেস সরকার প্রতিটা কাজে পুলিশকে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছে।পুলিশ গুলি ছাড়া কিছুই বোঝে না। লাঠি চালানো যেত। দোষী পুলিশের শাস্তি চাই।”
আরও পড়ুনঃ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার বিএসএফ জওয়ান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584