রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবী লকেটের

0
91

শ্যামল রায়,কাটোয়াঃ
রাজ্যের গণতন্ত্র আজ বিপন্ন। ভাগাড়ের মাংস খাওয়াচ্ছেন রাজ্যের মানুষদেরকে তৃণমূল সরকার। রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে‌। প্রতিদিন আমাদের দলের প্রার্থী যারা হয়েছেন তাদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাই এই রাজ্যে অবাধ নির্বাচন আদৌ হবে কিনা প্রশ্ন তোলেন ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব স্থলী ২ নম্বর ব্লকের পাটুলী রেলস্টেশন ময়দানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়‌।
তাই আমরা সবসময়ই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছি। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনারকে একহাত নিলেন। নির্বাচন কবে হবে এখনও অনিশ্চিত। তাই এটাই প্রমাণিত হয় যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন।
এদিন বিকেলে ঝড় বৃষ্টি মাথায় করে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন যে তৃণমূলের সরকার পুলিশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চালাচ্ছে। পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাথে সাথে একথাও বলেন যে রাজ্যজুড়ে মহিলারা অত্যাচারিত হচ্ছে। মহিলাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন তিনি।
প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার অব্যাহত। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেন।
আজ শাসকদল উল্লসিত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাদের প্রার্থী আদৌ কি তাই?
ভোটে দাঁড়ানো মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়াটা ও গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে শাসকদলের  দুষ্কৃতীরা ব্যাপক সন্ত্রাস তৈরি করে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি।
আর এখন কিনা শাসক দলের নেতারা বলছেন বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি আমাদের সব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল? এ প্রসঙ্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এদিন কার নির্বাচনী জনসভার প্রধান বক্তা লকেট চট্টোপাধ্যায়।
তাই তৃণমূলের সন্ত্রাস কে মোকাবেলা করে জোটবদ্ধভাবে আন্দোলন এবং প্রার্থীদের জয়ী করতে বাড়ি বাড়ি ভোটারদের কাছে প্রচার চালাতে হবে নির্দেশ দিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেছেন বাংলায় বিজেপি শাসিত রাজ্য তৈরি হবেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here