শুভেন্দুর সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মীদের পেটাল বিজেপি

0
86

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিয়েছিলেন কাঁচা বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের পেটানো হবে। রবিবার সেই কাঁচা বাঁশ নিয়েই পিংলায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হলো।

suvendu adhikari | newsfront.co
সভা মঞ্চে শুভেন্দু।নিজস্ব চিত্র

রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অডিটোরিয়ামে পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে এভাবেই বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন ৫ তৃণমূল কর্মী।

আহতদের মধ্যে মদন রাউৎ , পুলক অধিকারী , গোপাল রাউৎ ,জয়দেব প্রধান এর আঘাত গুরুতর। পাঁচ জনকেই পিংলা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সভায় এসে কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা শুনে এর তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও সংগঠনিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী। দলের নেতা কর্মীদের সংযত থাকার আবেদন জানিয়ে বার্তা দেন,

আরও পড়ুনঃ মানুষের কাছ থেকে অভিযোগ শুনলেন শুভেন্দু

‘গণতান্ত্রিক ও রাজনৈতিক ভাবে বিজেপির এই হামলার জবাব দেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি,তাঁর উপর আস্থা ও ভরসা রাখুন।
পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেই।’

কর্মী আক্রান্ত হওয়ার প্রতিবাদে ও অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবিতে এদিন সভা শেষে তৃণমূল পিংলা ব্লক সভাপতি শেখ সবরাতির নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

তাঁরা দাবি জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেখানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ যায়।

শুভেন্দুর সভায় যোগ দিতে ক্ষিরাই থেকে সাইকেলে চড়ে আসছিলেন তৃণমূল কর্মীরা। কাঁটাপুকুরের ভীমচকের সামনে তাঁদের আটকায় বিজেপি কর্মীরা।

সাইকেল থেকে ফেলে বাঁশ রড লাঠি দিয়ে প্রচন্ড মারধর করা হয়।সেখানেই তাঁরা পড়ে থাকেন। কয়েকজন পালিয়ে গিয়ে খবর দিলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিনের কর্মিসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া গোবিন্দ দাস সহ শ’দেড়েক বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেন।

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দু। কর্মীদের এক হয়ে দলের কাজ করার আহবান জানানোর পাশাপাশি নিচু তলা থেকে মানুষের সঙ্গে যোগাযোগ নিবিড় করার ওপর জোর দিতে বলেন পরিবহন মন্ত্রী। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here