নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার দুপুরে ফালাকাটায় বিজেপির বাইক র্যালি আটকে দিল পুলিশ।বাইক র্যালি থেকে বিজেপি যুব মোর্চার ৯ জন কর্মীকে আটক করে ফালাকাটা থানায় নিয়ে যায় পুলিশ।
এদিন বেলা ১ টা নাগাদ কাশ্মীরে ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিলের পক্ষে ফালাকাটার বিজেপির যুব মোর্চার তরফে একটি বাইক র্যালি বের করে। বাইক র্যালিটি ফালাকাটায় প্রবেশ করতেই ধূপগুড়ি মোড় এলাকায় আটকে দেয় ফালাকাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,এদিন বিজেপির তরফে ফালাকাটায় বাইক র্যালির জন্য কোনো অনুমতি না থাকায় বাইক র্যালিটি আটকে দেওয়া হয়েছে ।এরপর জোর করলে র্যালি থেকে ৯ জনকে আটক করা হয় ।
পরে অবশ্য তাদের বেল বন্ডে মুক্তি দেওয়া হয়।
এদিকে বিজেপির জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায় বলেন, “পুলিশ কোনো কিছুতেই আমাদের অনুমতি দেয়না।এদিন গোটা জেলায় বাইক র্যালি করা হয়েছে।”
আরও পড়ুনঃ পরিবহন মন্ত্রীর জনসভার প্রচারে হেলমেট বিহীন বাইক র্যালি
অপরদিকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তির সমর্থনে বৃহস্পতিবার বাইক মিছিল করে বিজয় উল্লাস করল মাদারিহাট ১৮ নং মন্ডল বিজেপি।এদিন মাদারিহাট দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে মুজনাই চা বাগান,শিশুবাড়ি,ইসলামাবাদ,সায়লা মণ্ডল বিভিন্ন জায়গা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে মিছিলটি শেষ হয় ।
বিজেপির ১৮ নং মণ্ডল সভাপতি লক্ষ্মী নাথ রায় বলেন, “কাশ্মীরে দীর্ঘ দিন থেকে চলে আসা কালা কানুন ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের জনগনকে গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে মোদী সরকার।সেই উপলক্ষ্যে আজ বাইক মিছিল করা হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584