শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে বেহুলা নদীর উপর আন্ডারসন লকগেটটি বেহাল অবস্থায় ধুঁকছে। তাই বর্ষার মুখে বেহাল অবস্থায় পড়ে থাকা লকগেটটি সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা দপ্তরের সদস্য প্রণব রায় জানিয়েছেন যে একটি পরিকল্পনা প্রকল্প পাঠানো হয়েছে রাজ্য সেচদপ্তরের কাছে। আশা করছি খুব তাড়াতাড়ি প্রকল্পটি অনুমোদন হয়ে গেলে বেহাল লক গেটটি সংস্কার করার অনুমতি মিলবে।
কালনা২ নম্বর ব্লকের অধীন পিনডিরা গ্রাম পঞ্চায়েতের বেহুলা নদীর উপর আন্ডারসন লকগেটটি অবস্থিত।সংস্কারের অভাবে ক্রমেই বেহাল হয়ে পড়েছে।
ফি বছর বর্ষার মুখে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দাদের সাথে চাষীরাও। যেকোনো সময় লকগেটটি ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
লকগেটটি খারাপ থাকার কারণে জল ছাড়া বা ধরে রাখার ক্ষেত্রে চরম সমস্যায় পড়েন কর্তৃপক্ষ। তাই বর্ষার সময় মাঠ-ঘাট জলে ডুবে যায় এবং ব্যাপক ফসল ক্ষতির সম্মুখিন হন চাষিরা। এছাড়াও বহু চাষি এপার থেকে ওপারে যারা রয়েছেন দুই শতাধিক জমির চাষিরা বর্ষার সময় ফসল ঘরে তুলতে চরম সমস্যার মধ্যে পড়েন। তাই ক্রমে আন্ডারসন লকগেটটি মেরামতের দাবিতে সরব হয়েছেন স্থানীয় চাষীরা সেই সাথে বাসিন্দারাও।স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ওই লকগেটটি সংস্কারের দাবিতে আগেই সেচদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে একটি প্রস্তাব পাঠিয়েছেন
তবে সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জানিয়েছেন যে স্থানীয় গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছুটা কাজ করা হয়েছে। তবে এই লকগেটটি আরো পাকাপোক্ত করার জন্য সেচদপ্তরের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।অর্থবরাদ্দ হয়ে অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584