নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তাল ফালাকাটা। তৃণমূলের অঞ্চল কার্যকারী সভাপতি সঞ্জিত নন্দীর বাড়িতে বিজেপির বিজয় মিছিল থেকে ঢিল ছোঁড়া হয় বাড়ির গ্রিল ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন সঞ্জিত নন্দীর স্ত্রী বৈশাখী নন্দী।এই ঘটনায় রীতিমত উত্তেজিত হয়ে ওঠে এলাকা।বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে গিয়ে এবার মার খেল পুলিশ।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ফালাকাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।প্রায় ১ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ফালাকাটা থানায় গিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
ফালাকাটা থানার আইসিকে ঘিরেও বিক্ষোভ চলে তৃণমূলের।পরে অবশ্য পুলিশ ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলে থানা ঘেরাও তুলে নেন আন্দোলনকারিরা।বৈশাখী নন্দী দুষ্কৃতিদের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জানায়।
আরও পড়ুনঃ ছেলেকে না পেয়ে বিজেপি কর্মীর বাবাকে মারধোরের অভিযোগ
প্রথমে গন্ডগোল হয়নি বলে অস্বীকার করলেও পরে ফালাকাটা থানার আইসি সমীর কুমার পাল বলেন, “পুলিশকে মারার জন্য একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে।পুলিশ তদন্ত করছে ও অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584