মনিরুল হোক, কোচবিহারঃ
করোনা আবহের মাঝে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের বোরডাঙ্গা এলাকায়।
ওই ঘটনায় যদিও কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তৃণমূল কর্মীর বাড়ির সামনের রাস্তা থেকে একটা তাজা বোমা উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল কর্মী গৌতম বর্মণের বাড়িতে গিয়ে পরপর তিনটি বোমাবাজি করে বিজেপি আশ্রিত কিছু সমাজ বিরোধী বলে অভিযোগ।
বোমার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন উঠতে না উঠতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সকালে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একটি তাজা বোমা। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ পাকড়াও ৪
তবে তারা কি কারণে বোমাবাজি করলো তা জানাযায়নি। এ বিষয়ে ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের যুগ্ম কনভেনার সুনীল সরকার বলেন, “গতকাল রাতে ওই এলাকার বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে বৈঠক করে আমাদের কর্মী গৌতম বর্মণের বাড়িতে হামলা চালানো হয়। কারণ তারা বুঝে গিয়েছে বিজেপির পিছনে মানুষ নেই। তাই তারা গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে মানুষকে ভিত করে রাখতে চায়।
কিন্তু মানুষ বুঝে গিয়েছে তাদের আসল রুপ। তাই তারা দিনের বেলা নয়, রাতের বেলা মানুষের বাড়িতে হামলা করে। এবিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করে তাদের শাস্তি দেওয়া হোক।”
আরও পড়ুনঃ খড়গ্রামে ৩ ড্রাম ভর্তি বোমা উদ্ধার, তদন্ত শুরু পুলিশের
তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির ২২-২৩ জেলা পরিষদের মন্ডল সভাপতি মলয় রায় মন্ডল বলেন, “ওই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই।
শুনেছি অঞ্চলের টাকা পয়সা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা হয়। পরে রাতে তাদের মধ্যে বোমাবাজি হয়। এই ঘটনার সাথে আমাদের বিজেপির কোন যোগসাজস নেই। নিজেদের মধ্যে বোমাবাজি করে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584