বিজেপির ডাকা বনধে চাপা উত্তেজনা রায়গঞ্জে

0
40

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রায়গঞ্জে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। রাস্তায় সরকারি বাস চলাচল করলেও দেখা নেই বেসরকারি বাসের। এদিন সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের রাস্তায় নেমে পিকেটিং করতে দেখা গিয়েছে।

Raiganj municipality | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে সরকারি বাস চলাচলে বাধা দিতে দেখা যায় বিজেপির কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাফ, কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রায়গঞ্জের রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ব্যাঙ্কগুলো বন্ধ রয়েছে। একই অবস্থা হেমতাবাদ, কালিয়াগঞ্জেও।

আরও পড়ুনঃ হেমতাবাদের বিধায়কের রহস্য মৃত্যু, ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

এদিকে বিধায়কের শেষকৃত্যে যোগ দিতে রায়গঞ্জে পৌঁছেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সকালেই রায়গঞ্জে তিনি পৌঁছান। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ জুড়ে হত্যালীলা চলছে। গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ বিজেপি রাজ্য সভাপতিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযোগ দায়ের

দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরুলিয়া থেকে বাঁকুড়া, জঙ্গলমহল থেকে পাহাড়জুড়ে হত্যালীলা চলছে। উত্তরবঙ্গের মানুষ এই প্রথম এমন নৃশংস ঘটনা দেখল। রাজ্যে এমন নাক্কারজনক পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ মানুষ জানতে চাইছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ ও সিআইডি একই টাকার এপিঠ ওপিঠ। তাই সিবিআই তদন্ত হলেই একমাত্র সঠিক ঘটনা সামনে উঠে আসবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here