শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আগামী ২০ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় এক নির্বাচনী জনসভায় উপস্থিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জনসভাটি অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায়।এই বিষয় আজ এক সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার।
এই বিষয়ে বাপি সরকার জানান আগামী ২০ এপ্রিল দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন।তিনি জানান ‘প্রায় ৫০ বছর পর কোন প্রধানমন্ত্রী আমাদের জেলায় আসতে চলেছে। সেই কারনে আমরা সকলে খুব খুশি, ওই জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সহ বিভিন্ন রাজ্য নেতৃত্ব ও উত্তরবঙ্গের সকল নেতৃত্ব উপস্থিত থাকবেন।
আরও পড়ুনঃ কোচবিহারে নিজে উপস্থিত থেকে ভোট পরিচালনা বিবেক দুবের
আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রকে গুরুত্ব দেওয়াতে আমরা সকলে খুব খুশি।’ মোদী প্রচারে এসে জেলার গেরুয়া শিবিরে কতখানি সুবিধা করতে পারে সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584