মালদার মনোনয়ন দাখিল করলেন পিতা পুত্র

0
61

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ মালদার দুই কংগ্রেস প্রার্থী বাবা ও ছেলে মনোনয়ন পত্র দাখিল করলেন।এদিন দক্ষিণ মালদার হয়ে মনোনয়নপত্র জমা দেন আবু হাসেম খান চৌধুরী এবং উত্তর মালদা হয়ে মনোনয়ন পত্র জমা দেন ছেলে ঈশা খান চৌধুরী।

Submit nomination paper at malda
নিজস্ব চিত্র

মনোনয়ন পত্র দাখিলের আগে প্রয়াত সাংসদ গনিখান চৌধুরির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর তারা দুজনে কর্মী সমর্থকদের নিয়ে মনস্কামনা কালী মন্দিরে পূজা দেন।এরপর মালদা টাউন হল থেকে কর্মী সমর্থকদের নিয়ে মালদহ শহর জুড়ে এক মিছিলের আয়োজন করে কংগ্রেস নেতৃত্ব। মিছিলে পা মেলান ২ প্রার্থী সহ জেলার কংগ্রেস বিধায়করা এবং অন্যান্য নেতৃত্বরা।এরপর পায়ে হেঁটে মনোনয়ন পত্র দাখিল করতে যান আবু হাসেম খান চৌধুরী এবং ঈশা খান চৌধুরী।তার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশা খান চৌধুরী জানান, উত্তর মালদা কেন্দ্রে তিনি জেতার ব্যাপারে ১০০% আশাবাদি।তার প্রতিপক্ষ তার বোন তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর।তিনি বলেন, ‘ভোটের ময়দানে এর কোন প্রভাব পড়বে না।’

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিতে এসে প্রচার

অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী জানান, মালদায় কংগ্রেসের বিকল্প নেই।তাই দুটি কেন্দ্রে তারাই জয়লাভ করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here