‘আমাদের কাছে খবর চলে আসবে….’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী ভারতী ঘোষের

0
124

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

BJP candidate Bharati says about Central force
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য এবার ভারতী ঘোষের, তোলপাড় ঘাটাল লোকসভা কেন্দ্রে।দাসপুরে নির্বাচনী প্রচারে গ্রামবাসীদের বোঝাতে গিয়ে বির্তকিত মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ৩০ মার্চ সকালে দাসপুর থানার তেমুয়ানিতে শিব শিতলা মায়ের পুজো দিয়ে ওই এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সারছিলেন ভারতী ঘোষ।

 

সেই সময়ই তিনি গ্রামবাসীদের বোঝাচ্ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর গেলেই সে খবর উপর মহল মারফৎ তাঁর কাছেও পৌঁছে যাবে।এবার ভোটে বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীই তাই তারা যেন ভয় না পায়। ভারতী ঘোষের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ এমপি জনগনের চাকর মুখ দেখতে মানুষ ভোট দেয় না,প্রচারে উল্লেখ ভারতীর

পশ্চিম মেদিনীপুর জেলার দুই যুযুধান দল তৃণমূল ও সিপিএম উভয় দলেরই জেলা সদর দপ্তর থেকে প্রশ্ন তোলা হয়েছে এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে।জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি সাফ বলেন,আমি তো আগেই ঘাটালের জনসভায় বলেই ছিলাম বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সাথে হাত মিলিয়ে দিল্লি দখলের চেষ্টায় আছে।

সেই গোপন আঁতাত আজ প্রকাশ্যে এল।অপর দিকে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায় বলেন,রাজ্যে তৃণমূলের হাতিয়ার রাজ্য পুলিশ আর কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে হাতের মুঠোয় রেখে ভোট করাবে এটাই দেশের চরম লজ্জা,গনতন্ত্রের অপমৃত্যু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here