‘খুন করা হয়নি, আত্মহত্যাই করেছেন সুশান্ত’, জানাল এমস

0
128

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার খুনের তত্ত্ব উড়িয়ে এমনটাই জানাল এমসের মেডিক্যাল বোর্ড। শনিবার এমসের ফরেন্সিক প্রধান ডা. সুধীর গুপ্তা জানিয়েছেন, আত্মহত্যার কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে।

Sushant Singh rajput | newsfront.co
সুশান্ত সিং রাজপুত। ফাইল চিত্র

অভিনেতার মৃত্যু ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’র ঘটনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই এমসের তরফে জানানো হয়েছিল যে, কোনোরকম বিষপ্রয়োগে সুশান্তের মৃত্যু ঘটেনি।

এ প্রসঙ্গে এদিন ডা. গুপ্তা জানান, “এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা। আমরা আমাদের চূড়ান্ত রিপোর্ট সিবিআই-কে পেশ করেছি”। গলায় ফাঁসের দাগ ছাড়া অভিনেতার দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্বাসরোধ করে হত্যার কোনও চিহ্ন নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ সুদের উপর বাড়তি দিতে হবে না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

উল্লেখ্য কয়েকদিন আগে, সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবি করেন, সুশান্তের ছবি তিনি এমসের এক চিকিৎসককে পাঠিয়েছিলেন। সেই চিকিৎসকই বলেছেন, সুশান্তের যে ছবি পাঠানো হয়েছে, তা দেখে তিনি ২০০ শতাংশ নিশ্চিত যে সুশান্তকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এটা কখনোই আত্মহত্যা হতে পারে না।

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। সুশান্তের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় গোটা বলিউড। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। এমনটাই বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুনঃ দক্ষিণ ভারতে সক্রিয় আইএসআইএস গোষ্ঠী ঘনিষ্ঠ আল হিন্দ, চার্জশিট পেশ এনআইএ-র

কিন্তু তিনি ঠিক কী কারণে আত্মহত্যা করলেন? নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তার কিনারায় তদন্তে নেমেছে সিবিআই, ইডি-র মতো তদন্তকারী সংস্থা। গত ২৫ জুলাই পাটনায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং।

এরপর এফআইআর মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করা নিয়ে আদালতের দ্বারস্থ হন রিয়া। শেষমেশ সুশান্তকাণ্ডের তদন্তে যোগ দেয় সিবিআই। এদিকে, সুশান্তকাণ্ডের তদন্তে নেমে মাদক যোগের সূত্র খুঁজে পান তদন্তকারীরা। এরপরই আসরে নামে এনসিবি। মাদক কারবারে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিয়া ও তাঁর ভাই শৌভিককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here