মনিরুল হক,কোচবিহারঃ
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে থাকা জামিন অযোগ্য মামলা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। আজ দুপুর ১ টা নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের দফতরে গিয়ে ওই অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস।তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তাঁর হলফনামায় ১১ টি মামলার উল্লেখ করেছেন।এর মধ্যে দুটি মামলায় এখনও পুলিশের খাতায় পলাতক দেখানো রয়েছে।
তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন কিনা, সেটাও উল্লেখ নেই হলফনামায়।রবি বাবুর কথায়, “যদি হলফনামায় তথ্য ঠিক মত দেওয়া না হয়,তাহলে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। আর যদি জামিন নেওয়া না থাকে, তাহলে গ্রেপ্তার করা হোক তাঁকে।” তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ তৃণমূলকে পিসি-ভাইপোর প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ নিশীথের
তবে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা বলেন,“নির্বাচন কমিশনের নিয়ম মেনে সমস্ত তথ্য দেওয়া রয়েছে।যেসব মামলার কথা বলা হচ্ছে তাতে আমাদের প্রার্থী শুধুমাত্র অভিযুক্ত। প্রমানিত হয় নি।আর যারা অভিযোগ করছেন তাঁদের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে।” কাজেই তাঁরা যে তৃণমূলের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ,তা কার্যত স্পষ্ট করে দিলেন বিজেপির জেলা সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584