আসতে পারেন তবে উচ্ছ্বসিত নই, শুভেন্দু ঘিরে মন্তব্য দিলীপের

0
74

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবেন কিনা তা নিয়ে বুধবারও সন্ধ্যায় বিজেপি অফিসের সাংবাদিক সম্মেলনে জল্পনা জিইয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তিনি এখনও দল ছাড়েননি।আমরা সবাই বিজেপি করি। কী করে বলব? তবে দরজা ও পার্টি বড় করে রেখেছি।

press meeting | newsfront.co
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

দশ বারো জন সাংসদ বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। আরও তৃণমূলের বিধায়ক সাংসদ চলে এলে ক্ষতি কী! তবে যদি চলে আসেনও উচ্ছ্বসিত নই।“ পরে তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নে অবাঙালিদের ও অবদান রয়েছে। বিড়লা, জিন্দাল, টাটারা তো বাংলার উন্নয়নে কাজ করে গেছেন।“

আরও পড়ুনঃ আমপান দুর্নীতির অভিযোগ বিক্ষোভ বালুরঘাটে

পরে তিনি বলেছেন, “দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি সরকারের না তৃণমূল দলের? বুঝতে পারছি না। এটা নির্বাচনী চমক। এর পাল্টা হিসেবে রাজ্য বিজেপি আগামী পাঁচ ডিসেম্বর রাজ্যের প্রতিটি বুথে বাড়িতে বাড়িতে কেন্দ্রীয় সরকারের সব উন্নয়ন মূলক কর্মসূচি ও কাজ নিয়ে প্রচার করব।

আরও পড়ুনঃ মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত তমলুক

আর আমপানে কী ভাবে কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল সরকার, তাও সবিস্তারে সাধারণ মানুষকে বোঝানো হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here