ঠিক একমাস চলবে এই সরকার! মন্তব্য দিলীপের

0
88

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মমতা- সরকারের আয়ু বেধেঁ দিলেন। ঠিক একমাস চলবে এই সরকার বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির এই নেতা। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ফের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।

dilip ghosh | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

তিনি বলেন, “দশ বছর আগে মুখ্যমন্ত্রী কল্পতরু হলে, আজকে এ অবস্থা হত না। লোকে পার্টি ছেড়ে পালাত না। যে পার্টি থেকে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সে পার্টির আছেটা কি! এক মাসের পরে দেখবেন পার্টি বলে কিছু থাকবে না।”

আরও পড়ুনঃ ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাবার্বান ট্রেন

মিহির গোস্বামীর দলে যোগদান প্রসঙ্গে এদিন সকালে বলেন, “শুরু হয়েছে। আমরা আগেই বলছিলাম অনেক এমএলএ আছেন যারা যোগদান করতে চান। সবে শুরু হয়েছে। দেখুন আরও এমএলএ এমপি আসবেন বিজেপিতে। মাসখানেকের মধ্যে আরও অনেক ঘটনা ঘটবে।”

গতকাল মন্ত্রিত্ব ছেড়েছে শুভেন্দু। সেই পদত্যাগের পর কালীঘাটে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে (আপদকালীন পরিস্থিতি) পুরো ফেল।

আরও পড়ুনঃ বিশেষ মর্যাদা হারানো পর কাশ্মীরে প্রথম ভোট গ্রহণ আজ

কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছে। পার্টির এই ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং এখন নিয়মিত হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে হবে। প্রতি দিনও হতে পারে।”

শুভেন্দুর দফতর মুখ্যমন্ত্রীর হাতে রাখা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “সবই তো হাতে রেখেছেন। খালি পার্টিটা নিজের হাতে রাখেননি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here