উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
নেতাজির জন্মদিনে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময়ে জয় শ্রীরাম ধ্বনি দেন বেশ কিছু দর্শক। এই ঘটনায় মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য না রেখে মঞ্চের চেয়ারে বসে পড়েন। এই ঘটনার প্রতিক্রিয়া দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন,’রাজনৈতিক নেতাকে(নেতাজি) নিয়ে আমরা অবশ্যই রাজনীতি করব, দেখি কার বাপের হিম্মত আছে আটকাক।’ এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে তিনি আরো বলেন, ‘যারা জয় শ্রীরামকে ভয় পায়, তাদের তো রাজনীতি করাই উচিত নয়। আমাকে তো প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে গো ব্যাক বলে, কালো পতাকা দেখায়, আমি তো কোনও দিন প্রতিক্রিয়া দেখাইনি। আমি তো বলি তোমাদের এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই। রাম নাম যে শুনতে পায় না তার তো অন্তিম সময় এসে গেছে।’
আরও পড়ুনঃ ‘জয় বাংলা’ পোস্টার হাতে গড়িয়াহাটে প্রতিবাদ কবীর সুমনের
নদিয়ার ধুবুলিয়ায় এভাবে আজ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির একশো পঁচিশ তম জন্মজয়ন্তীতে ভাষণ দেওয়ার জন্য যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়৷
সেই মুহূর্তেই দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন ৷ তার জেরে ভাষণ না দিয়ে নিজের আসনে ফিরে আসেন মমতা। তারই পরিপ্রেক্ষিতে আজ কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584