নির্বাচনী পর্যবেক্ষকের কাছে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

0
37

মনিরুল হক,কোচবিহারঃ
প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।তিনি মঙ্গলবার দলের কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা-সহ কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানান।

Bjp complaints against administration
নিজস্ব চিত্র

পরে সাংবাদিকদের নিশীথ জানান, “২৪ ঘণ্টার মধ্যে অভিযোগগুলি সম্পর্কে নির্বাচন কমিশন পদক্ষেপ না করলে বিজেপি লাগাতার আন্দোলনে যাবে।” বুধবার থেকেই অনির্দিষ্ট কালের অবস্থান শুরু করার হুমকি দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী।তিনি এদিন নির্বাচনী পর্যবেক্ষকের কাছে নালিশ জানিয়ে বলেন,কোচবিহারের জেলাশাসক,পুলিশ সুপার রাজ্যের শাসকদলের দাসত্ব করছেন।তাঁরা বিজেপির সভাসমিতি, মিছিলের অনুমতি দিচ্ছেন না।দিলেও নানা ভাবে বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের হেনস্থা করছে।কখনও হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো হবে,কোন কোন সময় থানায় তুলে নিয়ে যাওয়া বা গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে প্রশাসন।

Bjp complaints against administration
নিজস্ব চিত্র

কোচবিহারে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি ৩ এপ্রিল দিনহাটায় সভা করবেন।কোচবিহার লোকসভা কেন্দ্র এলাকায় মোট ৩টি সভা করবেন।সেই প্রসঙ্গ উল্লেখ করে নিশীথ বলেন,” মুখ্যমন্ত্রী ৩ বার আসুন বা যত বার খুশি আসুন,কোচবিহারে তৃণমূল জিততে পারবে না।” তাই প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করিয়ে বিজেপির প্রচারে বাধা দিচ্ছে।প্রশাসন ও পুলিশের কয়েকজন আধিকারিকের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে এদিন নির্বাচনী পর্যবেক্ষকের কাছে দলদাসত্ব করার অভিযোগ জানিয়েছে বিজেপি।২৪ ঘণ্টার মধ্যের নির্বাচন কমিশন অভিযোগগুলির নিষ্পত্তি না করলে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে নারাজ ভোটকর্মীরা

নির্বাচন কমিশন তাদের বক্তব্য ও অভিযোগকে গুরুত্ব দেবে ও প্রশাসনের বিরুদ্ধে কড়া মনোভাব নেবে বলে আশা করেছিল বিজেপি কিন্তু যতদিন যাচ্ছে, তত শুধু কোচবিহারে নয়, গোটা রাজ্যেতই তাদের মোহভঙ্গ হচ্ছে।নির্বাচন কমিশন স্বাধীন অবস্থান নিতে শুরু করায় কোচবিহারে বিজেপি আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here