মনিরুল হক, কোচবিহারঃ
মানব জাতীর পরম শত্রু করোনা ভাইরাস। আর সেই করোনা মোকাবিলায় সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। কেন্দ্র ও রাজ্য সরকার বারবার সাধারন মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।
সেই পরিস্থিতিতে দেশে তথা রাজ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী, সুরক্ষা কর্মী ও সাফাই কর্মীদের দিন-রাত ২৪ ঘন্টা সমাজের স্বার্থে নিরলস পরিশ্রম করে চলেছেন।
এই সময়ে ওই সমস্ত আধিকারিক বা কর্মীরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের মনোবল বাড়ানোর জন্যই কুর্নিশ জানালেন বিজেপির দিনহাটা শহর মন্ডল যুবমোর্চা কমিটি।
আরও পড়ুনঃ কলকাতা মেডিক্যাল নিজেই যেন ‘রেড জোন’! আরও ৭ সংক্রমণে ৪ দিনে আক্রান্ত ২১
শুক্রবার ওই সংগঠনের পক্ষ থেকে দিনহাটা থানার সকল পুলিশ কর্মী ও হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের পাশাপাশি সাফাই কর্মীদের ফুলের তোরণ ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল যুবমোর্চা সভাপতি মুন্না সাউ, দিনহাটা শহর মন্ডল সভাপতি অমিত সরকার, বিজয় বর্মন, তন্ময় চক্রবত্তী, সন্তু সাহা সহ আরও অনেকে।
এদিন বিজেপির দিনহাটা শহর মন্ডল যুবমোর্চা সভাপতি মুন্না সাউ বলেন, “করোনা পরিস্থিতিতে যখন সতর্কতা হিসাবে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে তখন চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী, সুরক্ষা কর্মী ও সাফাই কর্মীদের দিন-রাত ২৪ ঘন্টা সমাজের স্বার্থে নিরলস পরিশ্রম করে চলেছেন।
এই সময়ে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের মনোবল বাড়ানোর জন্যই কুর্নিশ জানানোর জন্য এই উদ্যোগ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584