নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী ২৭ শে মার্চ রাজ্য বিধানসভার প্রথম পর্বের ৩০ টি আসনে নির্বাচন হবে। তারমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনের মধ্যে ৬ টি আসনে ঐদিন নির্বাচন হবে। মঙ্গলবার ছিল ওই ছয় আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে যেমন বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার চারটি বিধানসভা আসন আদি বিজেপি কর্মীরা সমন্বয় মঞ্চের নামে তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গড়বেতা কেন্দ্রে সমন্বয় মঞ্চের প্রার্থী হয়েছেন গড়বেতার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ লোধা, শালবনি কেন্দ্রে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির জেলা পরিষদ সদস্য এবং প্রাক্তন বিজেপির জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন নিরাপদ মাহাতো।
এছাড়াও খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে সমন্বয় মঞ্চের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মঞ্চের নেতা তথা গড়বেতা কেন্দ্রের প্রার্থী প্রদীপ লোধা বলেন, “বর্তমান বিজেপি দল নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমি তপন সিকদারের হাত ধরে বিজেপি দলে যোগদান করেছিলাম।” গড়বেতার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য তিনি ছিলেন বলে জানান। যারা আমাদের উপর হামলা চালিয়েছে তারা এখন বিজেপির নেতা।
আরও পড়ুনঃ বহিষ্কৃত নেতাকে ঘরে ফেরালো ফালাকাটা ব্লক তৃণমূল
তিনি বলেন, “ভাবতে কষ্ট হয় ছোট আঙারিয়া গণহত্যার রক্ত যাদের হাতে লেগে রয়েছে সেই শুকুর আলীর ছেলে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সম্পাদক। এর থেকে বেশি কিছু বলা যায় না। কারণ বিজেপি দলের সংবিধানে লেখা নেই যে অন্য দল থেকে এলে তিন ঘন্টার মধ্যে বিজেপির প্রার্থী হওয়া যায়।” তিনি বিষ্ণুপুরের ঘটনার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা
সেই সঙ্গে তিনি বলেন এটা বিজেপির সংবিধান বিরোধী কাজ। তৃণমূল কংগ্রেসের পচা জিনিসগুলি বিজেপি নিয়ে নাচানাচি করছে। আর যারা বিজেপির জন্য নিজেদের ঘরবাড়ি বিসর্জন দিয়েছে তাদেরকে আজকে দল ভুলে গিয়েছে। বিজেপি দলে এখন বেনোজলে ভর্তি হয়ে গিয়েছে। তাই কর্মীদের অনুরোধে এবং বিভিন্ন বিজেপির শাখা সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে আমরা সমন্বয় মঞ্চ গঠন করে বিধানসভা নির্বাচনে স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনে লড়াই করব। আমরাই আসল বিজেপি বলে তিনি দাবি করেন।
সেই সঙ্গে তিনি বলেন, বিজেপি দল টাকে শেষ করে দেওয়ার জন্য কিছু মানুষ চক্রান্ত করছে। তাই প্রকৃত বিজেপি কর্মী হিসেবে আমরাই এই মনোনয়নপত্র দাখিল করেছি। তবে বিজেপির নতুন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন তেওয়ারি বলেন, দল যাদের প্রার্থী করেছে তাদের হয়ে সবাই কাজ করবে। বিজেপি দলের মধ্যে কোনো বিরোধ নেই বলেও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584