উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্যে দু’শো চুরানব্বইটি বিধানসভা আসনে একাধিক প্রার্থীর নাম নিয়ে বিবেচনা করা হবে। এরপর তৈরি করা হবে একটি খসড়া তালিকা। সেই তালিকা থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন দিল্লি নেতৃত্ব। মঙ্গলবার অনেক রাতে কোর কমিটির বৈঠকের পর এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এদিন বিধানসভা নির্বাচনে রাজ্যে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কোর কমিটির বৈঠক সারল রাজ্য বিজেপি। মঙ্গলবার হেস্টিংসে দলীয় কার্যালয়ে এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ফাইনাল হয়েছেন কিনা? এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “নন্দীগ্রাম আসনের জন্য বিবেচনায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামই।“ তবে এই প্রার্থী তালিকা যে চূড়ান্ত নয় তাও তিনি জানিয়ে দেন।
উল্লেখ্য, আগামী চার মার্চ, বৃহস্পতিবার দিল্লিতে বসছে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক। সেখানে রাজ্যের পাঠানো প্রার্থী তালিকা থেকে কাটছাঁট করে প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তার আগে মঙ্গলবার রাতে একটি খসড়া তালিকা তৈরি করল রাজ্য কমিটি।
আরও পড়ুনঃ প্রথম দফার ভোটে সময়সীমার পরিবর্তন
এ নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সব আসনের জন্য একাধিক নাম বিবেচনার মধ্যে রয়েছে। কিন্তু দিল্লির নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, চার মার্চের বৈঠকের জন্য আজ দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুনঃ শালবনিতে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ
এদিন কোর কমিটির বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী, অরবিন্দ মেনন, অমিত মালব্য, রাহুল সিনহা-সহ গুরুত্বপূর্ণ নেতারা। বৈঠকে শুভেন্দু অধিকারীর থাকার কথা থাকলেও তাঁকে দেখা যায়নি। বিজেপিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে যে জল্পনা শুরু হয়েছে তা এদিন উড়িয়ে দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584