করোনার কঠিন পরিস্থিতিতে মাস্ক তৈরিতে ব্যস্ত বাঁকুড়ার পুরপিতা নীলাদ্রি

0
175

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাজারে মাস্ক পর্যাপ্ত পরিমাণে না থাকায় সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরিতে ব্যস্ত বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা ।

Niladri Sekhar | newsfront.co
মাস্ক বানাতে ব্যস্ত। নিজস্ব চিত্র

এই মুহূর্তে গোটা বিশ্বে আতংকের আরেক নাম নোভেল করোনা ভাইরাস । এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ জুড়ে চলছে লকডাউন । এমনকি চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন বাড়ির বাইরে বের হলে প্রত্যেকটা সাধারণ মানুষের মাস্ক অবশ্যই জরুরী।

আরও পড়ুনঃ কর্মহীন হয়ে পড়া পতিতাপল্লীতে সামগ্রী বিতরণ ডিওয়াইএফআইয়ের

চিকিৎসকদের পরামর্শ মতো বাজারে মাস্ক এর চাহিদা বেড়েছে। তবে চাহিদা বাড়লেও পর্যাপ্ত পরিমাণে বাজারে মিলছে না মাস্ক, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । তার ওপর লকডাউনের জেরে কাজ হারিয়ে গৃহবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ।

ফলে আর্থিক সংকটে থাকা এই মানুষগুলোর পক্ষে প্রয়োজনীয় মাস্ক কেনা সম্ভব হচ্ছে না । এবার সেই সমস্ত সাধারণ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলেন বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা ।

বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় নিজের বাড়িতে সেলাই মেশিনে মাস্ক তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি । এই মুহূর্তে যাদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে, তাদের পক্ষে মাস্ক কেনা সম্ভব নয় । তাই তাদের কথা চিন্তা করে কাউন্সিলরের এই উদ্যোগ ।

তিনি বাড়িতে বসে আপন মনে সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরি করে চলেছেন। তবে ইতিমধ্যেই তিনি ২৭০০ টি মাস্ক বিলি করেছেন । তবে তার আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া শহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

পাশাপাশি বাঁকুড়া পুরসভার ১৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা বলেন , ‘যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি । অবসর সময়ে বাড়িতে বসে আমার এক বোনের সহযোগিতা নিয়ে প্রতিদিন সাড়ে ৩০০ মাস্ক তৈরি করছি, এবং সেগুলি একজন নির্বাচিত পুর প্রতিনিধি হিসেবে এই কঠিন মুহূর্তে তাদের হাতে তুলে দিতে পারলে নিজেকে গর্ববোধ করব’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here