সেই তৃণমূলেই আস্থা,রামজীবনপুরে অনাস্থা এনে পরাজিত বিজেপি

0
100

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

BJP defeated Ramjibanpur
বিজয় উল্লাস।নিজস্ব চিত্র

রামজীবনপুর পৌরসভাতে বিজেপি অনাস্থা এনেও ভোটাভুটিতে হেরে গেল।আজকের ভোটাভুটির ফল, বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড পেয়েছে ৬ টি এবং অনাস্থাপ্রস্তাব আনা বিজেপি পেয়েছে ৪টি ভোট।তবে সিপিএমের ১ জন কাউন্সিলর এই ভোটদানে বিরত থাকেন।জানা গেছে বিজেপি কাউন্সিলরদের সাথে বেশ কয়েক জন তৃণমূল কাউন্সিলারের গোপন আঁতাত হয়,তারই জেরে গত মাসের ২৮ তারিখে ঘাটাল এস ডি ও অফিসে রামজীবনপুর পৌরসভার বিজেপির কাউন্সিলররা ওই পৌর সভার বিরুদ্ধে অনাস্থা এনে এস ডি ও এর কাছে ভোটাভুটির আবেদন জানান।সেই আবেদনের ভিত্তিতেই আজ ভোট হলে তৃণমূল পরিচালিত রামজীবন পৌরসভার কাউন্সিলররা বর্তমান চেয়ারম্যান নির্মল চৌধুরীর উপরই আস্থা রাখেন।

তৃণমূলের একাধিক কাউন্সিলর গোপনে বিজেপি কাউন্সিলরদের হাত শক্ত করেছেন বলে অভিযোগ।রামজীবনপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান নির্মল চৌধুরীর উপর অনাস্থার আর্জি নিয়ে গতকাল বিজেপির কাউন্সিলররা ঘাটালের মহকুমা শাসকের অফিসেও যান।

আরও পড়ুনঃ অবশেষে মিলল সঠিক পরিমানের গ্যাস সিলিন্ডার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here