অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির

0
21

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 

অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ দেখাল বিজেপি ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩ নম্বর অঞ্চলে। বিজেপির অভিযোগ বাখরাবাদ অঞ্চলের প্রধান ঊষা ঘোড়াই এর মদতে ৩১ সে ডিসেম্বর  বনদফতর ও বিডিও-র কোন রকম অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে উক্ত অঞ্চলের সারসা বুথে প্রায় ২৫০ টি গাছ কাটা হয়। গ্রামবাসীরা তা জানতে পারলে ওই গাছগুলিকে নিয়ে যাবার সময় গাড়িটিকে আটক করে ও বনদফতরের হাতে তুলে দেয় ।

demonstration | newsfront.co20200102_172355
বিক্ষোভ। নিজস্ব চিত্র

এরপর আজ অর্থাৎ ২ রা জানুয়ারি অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। যদিও এই অভিযোগ মানতে নারাজ অঞ্চল প্রধান ঊষা ঘোড়াই । তার বক্তব্য -“সারসা বুথের অঞ্চলের পাশ দিয়ে একটি ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল। এটা এলাকাবাসীর প্রয়োজন ছিল। তাই রাস্তাটা করার জন্য গাছ গুলি কাটা হয়। তবে বিজেপি যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমরা গাছগুলি দিনের বেলায় কেটেছি, রাতের বেলায় কোন গাছ কাটা হয়নি। তাছাড়া গাছগুলো কাটার আগে সমস্ত দলের নেতৃত্বদের ডেকে আলোচনা করা হয়েছে। তবে অডিট এর কারণে যে সকল প্রশাসনিক দফতরে জানিয়ে গাছগুলো কাটার দরকার ছিল তা করা হয়নি। তবে এখানে সার্বিক ব্যাপার জড়িয়ে আছে ভেবে আমরা তড়িঘড়ি কাজটা করতে যাই।”

demonstration | newsfront.co20200102_172420
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃদিল্লির পীরাগরিতে কারখানায় আগুন, বিস্ফোরণে আটকে দমকলকর্মীরাও

এদিন বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার বিশাল পুলিশবাহিনী । সব মিলিয়ে এলাকায় এখন উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here