‘ড্যামেজ কন্ট্রোলে’ মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সাখারভ সরকার কান্দিতে

0
80

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দির বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করেছেন গত বৃহস্পতিবার। এই নেতারাই যে শুধু তৃণমূলে যোগদান করেন এমনই নয়। এর পর বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান কান্দি শহর মন্ডল বিজেপির সভানেত্রী বিনীতা রায়। পাশাপাশি একথাও কান্দির রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে যে, বিনীতা রায়ও তৃণমূলে যোগদান করতে গিয়েছেন।

BJP leaders
বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র

তবে শেষ পর্যন্ত বিনীতা রায় যোগ দেননি তৃণমূলে। এরপরে ঘটনার ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি সাখারভ সরকার। শুক্রবার তিনি ‘ড্যামেজ কন্ট্রোলে’ কান্দিতে এসে বিনীতা রায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন যে, বিনীতা রায় দলে ছিলেন আছেন এবং থাকবেন । যে সমস্ত বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করেছেন তাঁরা সুবিধাবাদী রাজনীতিবিদ। উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী গৌতম রায়ও।

সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান কান্দি শহর মন্ডল বিজেপির সভানেত্রী বিনীতা রায়

গৌতম রায় প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিযোগ তোলেন যে, বিজেপির টাকা গৌতম রায় আত্মসাত করেছেন। জেলা সভাপতি এও বলেন যে, দল শীঘ্রই গৌতম রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।

আরও পড়ুনঃ মদন মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান কান্দি পৌরসভার প্রাক্তন পৌরপিতা গৌতম রায়ের

অন্যদিকে বিনীতা রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। এদিনই সুস্থ হয়েছেন তাই বাড়ি থেকে বের হইয়েছেন। তিনি সরাসরি বলেন , “আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকব।“ সবমিলিয়ে এবার কান্দির পুরভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে’ ময়দানে নামলো জেলা বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস, বহু জীবনহানির আশঙ্কা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here