অনলাইনে সদস্যপদের টার্গেট বিজেপির

0
38

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

bjp fill up online membership
নিজস্ব চিত্র

মিসড কলের পর এবার অনলাইনে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে চলছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। একান্ত সাক্ষাৎকারে এ কথা জানালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি নির্মল দাম।এক মাসের মধ্যে সদস্য সংখ্যা তিন লক্ষে পৌঁছনোর টার্গেট নিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

এক মাসের মধ্যে ১৯৫০ টি বুথের বুথ সভাপতিদের অনলাইনে নতুন করে দু’লক্ষ সদস্য সংগ্রহ করতে হবে। এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে।বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় দলের ৭০ হাজার সদস্য রয়েছে। দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম দাবি করেন, ‘যেভাবে গত লোকসভা ভোটে আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতেছেন, তাতে ওই সদস্যপদ অনলাইনে সংগ্রহ করা অসম্ভব কিছু নয়।আমরা লক্ষ্যপূরণ করতে পারব।’

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে একমাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান চলবে।প্রত্যেকটি বুথের বুথ সভাপতিদের লক্ষ্যমাত্রা পূরণে জুলাই মাসব্যাপী অনলাইনে ইচ্ছুকদের বিজেপি দলের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করতে বলা হয়েছে।

ইচ্ছুকদের বিষয়ে খোঁজখবর নিয়ে তবেই সদস্য করতে বলা হয়েছে।তবে সমাজবিরোধী, দূর্নীতিগ্রস্থ, দাগি অপরাধী, বিজেপির উপর হামলা আক্রমণ চালিয়েছে এমন লোকরা যাতে দলে প্রাথমিক সদস্যপদও না পায় সেটাও বুথ সভাপতিদের দেখতে বলা হয়েছে।রায়গঞ্জ লোকসভা নির্বাচনে এবারে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভের পর গেরুয়া শিবির উজ্জ্বীবিত হয়।

আরও পড়ুনঃ বিজয় উৎসব উপলক্ষ্যে বিজেপির নরনারায়ন সেবা

শাসকদলের জনপ্রতিনিধিদের একাংশের পাশাপাশি সমাজবিরোধীদের একাংশ বিজেপিতে ঢুকে গিয়ে নিজেদের জায়গা করে নিতে চাইছে। দলে নাম লেখাতে প্রতিদিন বিরোধী শিবিরের অনেকেই জেলা পার্টি অফিসেও ভিড় করছেন।জনপ্রতিনিধিরা কেউ কেউ দলের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিজেপির দলীয় পতাকা হাতে নিতে চাইছে।

জেলার বেশকিছু জায়গায় জনপ্রতিনিধি বিজেপিতে যোগদান করেছেন।রায়গঞ্জ লোকসভার সাতটি বিধানসভা এলাকায় এখনও পর্যন্ত ৭০ হাজার বিজেপির প্রাথমিক সদস্য রয়েছে।এত কম সদস্য নিয়েও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী লোকসভা ভোটে ৬০ হাজার ৫৭৪ ভোটে জয়ী হয়েছেন।লোকসভা ভোটে সাফল্য পেলেও ওই দুর্বল সংগঠনে ভরসা করে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার ঝুঁকি নিতে চায় না বিজেপি।

দলের জেলা সভাপতি জানিয়েছেন, যাদের আমরা প্রাথমিক সদস্য করব, তাদের মধ্য থেকে কিছু কিছু শর্ত মেনে চললে সক্রিয় সদস্যপদ দলের অনেকেই পাবেন।বিজেপি উত্তর দিনাজপুর জেলায় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, তারই প্রাথমিক কাজ হিসেবে প্রাথমিক সদস্য পদ সংগ্রহ অভিযান মাসব্যাপী চালানো হবে।এই কর্মীরাই আগামী বিধানসভায় দলের হয়ে প্রচার চালানো, বুথ এজেন্ট হওয়া, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলার কাজটাও করবেন।

তাই বিধানসভা ভোটের আগে দলকে শক্তিশালী করতে একদিকে অনলাইনে যেমন প্রাথমিক সদস্য সংগ্রহ করা হবে, একইসঙ্গে যাদের এলাকায় জনপ্রিয়তা নেই, বিজেপি কর্মীদের মারধর করেছেন এমন বেনোজল আটকানোর দায়িত্ব বুথ সভাপতিদের দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here