তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র পতাকা পোড়ানোর অভিযোগ

0
35

সুদীপ পাল, বর্ধমানঃ

কাঁকসার সিংপাড়া এলাকায় বিজেপি এবং সিপিএম-র পতাকা পোড়ানোর অভিযোগ উঠল। বিজেপির দাবি, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল।

bjp flag burnt by tmc | newsfront.co
বিজেপির মিছিল। নিজস্ব চিত্র

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি কর্মীদের বক্তব্য, এলাকায় বিজেপি-র পতাকা টাঙানো হয়েছিল কিন্তু বেশ কয়েকটি পতাকা আধপোড়া অবস্থায় পাওয়া যায়।

আশেপাশে টাঙানো বেশ কয়েকটি পতাকাও উধাও হয়ে যায়। রবিবার এই ঘটনার পরে এলাকায় আসেন বিজেপি নেতা রমন শর্মা। তাঁর অভিযোগ, কাঁকসার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিজেপি কর্মীদের বাড়ির সামনে বোমাবাজি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ শোওয়ার ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ

গত লোকসভা ভোটে এই এলাকার বুথে বিজেপির ভোট ছিল ২৯১ টি। তুলনামূলকভাবে তৃণমূল পেয়েছিল ১১১ টি। দীর্ঘদিন ধরেই বেশ মজবুত সংগঠন বিজেপির।

সংগঠনের ধাক্কা দিতেই এমন কাণ্ড তৃণমূলের বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে এ দিন কাঁকসার সিংপাড়া এলাকায় প্রতিবাদ মিছিল করে বিজেপি। মিছিল কাঁকসার মাধবমাঠ, সিংপাড়া এলাকা পরিক্রম করে।

কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সীর বক্তব্য মিথ্যে অভিযোগ। বিজেপি নিজেরাই এমনটা করে অপপ্রচার করছে বলে তিনি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here