বিজেপি পেল লটারি, দখল ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত

0
114

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত দখল নিলো বিজেপি লটারির মাধ্যমে।মঙ্গলবার থেকে পঞ্চায়েত গঠনের কাজ শুরু হয়,সদরের চোদ্দটি পঞ্চায়েত গঠনের কাজ এই দিন হয়।এইদিন বর্ডারের শেষপ্রান্ত ধেড়ুয়াই পঞ্চায়েত গঠনের জন্য তৃণমূল ও বিজেপির কাছে সমান সমান প্রার্থী ছিল।মোট আটটি পদের মধ্যে বিজেপি’র চারটি ও তৃণমূলের চারটি আসন,এই ঘটনায় কে পঞ্চায়েত গঠন করবে তা দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে ঠিক হয় লটারি হবে।দুপক্ষই সম্মতি জানানোই লটারি হয় আর তাতেই জিতে যায় বিজেপি। পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান দুটোই জয়লাভ করে বিজেপি,এই জয়ে স্বাভাবিক ভাবেই উৎসাহ দেখা দেয় বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীদের অভিযোগ ছিল ভোটার সময় যথেষ্ট ছাপ্পা করিয়েছে শাসক দল,তবে শেষ রক্ষা করতে পারলো না।দীর্ঘ দিন তৃণমূলের পঞ্চায়েত আজ হাতছাড়া হওয়ায় কিছুটা রুষ্ট হয়েছে শাসক দল,এই রকম ফল হবেই তারা আশা করতে পারেনি। বিজেপির প্রধান হন পূর্ণিমা প্রধান ও উপপ্রধান হন ভবেশ বিশুই ,দুজনেই জানান মানুষের স্বার্থে কাজ করবো।বিজেপি নেতৃত্ব জঙ্গল মহলের এই সাফল্যেই বেজায় খুশি,তারা জানান জঙ্গল মহলের মানুষ জাগছে,উন্নয়নে আগামীদিনে মোদির ওপর ভরসা রেখেছে। তবে জঙ্গল মহলে বিজেপির এই সাফল্যে চিন্তার ভাঁজ তৃণমূল জেলা নেতৃত্বের। অন্যদিকে মনিদহ গ্ৰাম পঞ্চায়েত আসনে ১৩ টির মধ্যে ৭ টি তৃণমূলের,৬ টি বিজেপির,আজ প্রধান ও উপপ্রধান নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ ছিল দুই পক্ষের মধ্যে। প্রধান অঞ্জলী সোরেন পায় ৭টি এবং উপপ্রধান অঞ্জন বেরা পায় ৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েতটি তৃণমূলের দখলে থাকল।

আরও পড়ুন: তৃণমূলের অভিযোগে চব্বিশে গ্রেফতার নয় বিজেপি কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here