দলীয় সভায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

0
69

পিয়ালী দাস,বীরভূমঃ
গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি।প্রাক্তন এর সাথে বর্তমান জেলা সভাপতির লড়াই,লড়াইয়ের মূল কারণ কার হাতে থাকবে বিজেপির রাস। সভা থেকে বক্তব্যে উঠে এলো বিজেপির জেলা সভাপতির অবৈধ ব্যবসার প্রসঙ্গ।

শারদীয়া ও শুভ দীপাবলীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না খোদ বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়,যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মন্ডল।আর সে কারণেই এই অনুষ্ঠানে যোগ দেননি বর্তমান জেলা সভাপতি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।অনেকেই বলছে এটা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর সভা।বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন নেতাকর্মী বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।তুললেন বর্তমান জেলা সভাপতির অবৈধ ব্যবসার কথাও।

দলীয় সভা। নিজস্ব চিত্র

আজ সিউরি রামকৃষ্ণ সভা গৃহে প্রাক্তন বিজেপির সভাপতি দুধকুমার মণ্ডলের দের নেতৃত্বে হয় এই শুভেচ্ছা বিনিময়।সেই সভায় উপস্থিত ছিলেন দুধকুমার মণ্ডলের অনুগামী জেলা সাধারন সম্পাদক শুভাশীষ চৌধুরী, অর্জুন সাহা সহ জেলা কমিটির সদস্য সহ বিভিন্ন মণ্ডলের কর্মীরা।এই সভা থেকে বর্তমান বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।যে ভাবে দল পরিচালনা হচ্ছে সেটা সঠিক ভাবে হচ্ছে না।তাদের মধ্য থেকে নেতৃত্ব পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে এমনি সুর নেতাদের গলায়।এমনকি আর্থিক বিষয় নিয়ে ও প্রশ্ন তুলেছে এই সভায়।আগামী দিনে বীরভূমে সংগঠক মজবুত করতে সঠিক নেতৃত্ব দিক রাজ্য কমিটি এমনি দাবী তুলেছে।যদিও বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতির সাথে তাদের সম্পর্ক তলানিতে।প্রসঙ্গতঃ এই গোষ্টি আগামী ১৬ তারিখ মল্লারপুরে মুকুল রায়ের সভা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।আগামী ৫ই নভেম্বর তারাপীঠ থেকে বিজেপি রথ বেড় হবে।তার প্রস্তুতির আগে নিজেদের গোষ্টি দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ ফেলবে রাজ্য নেতৃত্ব বলে মত রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির তদন্তে সিআইডি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here