মনিরুল হক,কোচবিহারঃ
সপ্তদশ লোকসভা নির্বাচনে জেলা বিজেপি তাদের ক্ষমতা প্রদর্শন করার রেশ মিটতে না মিটতে বিজেপির পুরনো বনাম নতুন গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল সিতাই। ওই ঘটনায় আহত হয়েছে চার বিজেপি কর্মী।
আহত ওই চারজন ভানুপ্রতাপ বর্মণ,বেনু বর্মণ,সঙ্গীত বর্মণ, বিশ্বজিৎ মালি।ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার অন্তর্গত ডাউয়াগুড়ি এলাকায়।ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিতাই থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে,বিজেপির পুরনো কর্মী প্রশান্ত বর্মণ বনাম নব্য বিজেপি নুর মহম্মদ প্রামাণিকের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির পুরনো কর্মী হিসেবে প্রশান্ত বর্মণ সিতাই বিধানসভার দীর্ঘদিন ধরে জগদীশ বসুনিয়ার সাথে লড়াই করে আসছেন। তারপর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন নুর মহম্মদ প্রামাণিক। ওই এলাকায় লোকসভা ভোটে আদি বিজেপি ও নব্য বিজেপি এক সাথে মিলে সিতাই বিধানসভায় দলের হয়ে কাজ করছিলেন।ভোট পরবর্তীতে সময়ে আদি বিজেপি প্রশান্তের সাথে নব্য বিজেপি নুর মহম্মদের মতের অমিল দেখা যায়। সেটা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ছোটো খাট ঝামেলা হয়েছিল।
অভিযোগ, সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার বাড়ি ভাঙচুর করেন নব্য বিজেপি নুর মহম্মদ প্রামাণিকের অনুগামীরা। কিন্তু দলের বদনাম হবে ভেবে সম্প্রতি আদি বিজেপি প্রশান্ত বর্মণ সিতাই থানায় বিধায়কের বাড়িতে হামলাকারী ও এলাকায় সন্ত্রাসকারীদের গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি দেন। এর পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে শুরু শক্তি প্রদর্শনের লড়াই।তারই ফল স্বরূপ আজকের এই সংঘর্ষ।
স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বর্মণের অভিযোগ,সিতাই এলাকায় নানা ভাবে সন্ত্রাস চালানোর চেষ্টা চালাচ্ছে নব্য বিজেপির নুর মহম্মদ প্রামাণিক সহ তাঁর অনুগামীরা। ফলে সিতাইয়ে বিজেপি দলের ভাব মুর্তি নষ্ট করছে নব্য বিজেপির সদস্যরা বলে তাঁর অভিযোগ। অভিযোগ, ডাউয়াগুড়ি এলাকায় গোপাল বর্মণের বাড়িতে নব্য বিজেপি তথা নুর মহম্মদ প্রামাণিক সহ তাঁর অনুগামীরা গোপন বৈঠক করছিল। সেই সময় আদি বিজেপির চার পুরনো কর্মী ওই বাড়ির সামন দিয়ে যাচ্ছিল। ঠিক তখন নুর মহম্মত প্রামাণিকের নেতৃত্বে ভানু প্রতাপ বর্মণ, বেনু বর্মণ, সঙ্গীত বর্মণ, বিশ্বজিৎ মালিকে মারধোর করে ও আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ।
তিনি আরও অভিযোগ করে বলেন, সিতাইয়ের ডাউয়াগুড়ি এলাকায় গতকাল সালিশি সভা করে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা নেয় নুর মহম্মদ প্রামাণিকের অনুগামীরা বলে অভিযোগ। এমনকি তৃণমূলের কিছু দুষ্কৃতীদের নিয়ে তিনি এলাকায় বিভিন্ন ভাবে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। এছাড়াও এলাকার বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির কাছ থেকে দলে নেওয়ার কথা বলে টাকা তোলার চেষ্টা করেছেন বলে অভিযোগ। এবিষয়ে রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বকে জানানো হলে এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। আজ নব্য বিজেপির হাতে এভাবে পুরনো কর্মীরা মার খেলে দলের ভাব মুর্তি নষ্ট হবে বলে জানানা তিনি। ইতিমধ্যে আজকের ঘটনার বিস্তারিত জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা
যদিও ওই অভিযোগ অস্বীকার করে নব্য বিজেপি নেতা নুর মহম্মদ প্রামাণিক বলেন, আজ আমরা বিজেপির পুরনো কর্মী গোপাল বর্মণের বাড়িতে মহিলা মোর্চার মিটিং করছিলাম।সেই সময় সেখানে প্রশান্ত বর্মণের অনুগামীরা আমাদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একজন বিজেপি কর্মীকে মারধোর করে বলে অভিযোগ।এলাকার মানুষ জানে যে প্রাশান্ত বর্মণ জগদীশ বসুনিয়ার সাথে হাত মিলিয়ে বাড়ি গাড়ি, টাকা পয়সা সব করেছে। তাই তাকে মানুষ আর চায় না।সে এভাবে বিজেপির নামে বদনাম করছে।জেলা নেতৃত্বকে জানিয়েছি বিষয়টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584