নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরির অভিযোগে নির্মান বন্ধ করল বিজেপি

0
61

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

BJP has stopped construction
নির্মান বন্ধ।নিজস্ব চিত্র

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ। কালী এলাকার সেতুর মেরামতি চলছে এই অভিযোগ তুলে সেতু মেরামতির কাজ বন্ধ করে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৮ নং ওয়ার্ডের ব্রিজ কালী এলাকায় রয়েছে একটি সেতু।দীর্ঘদিন ধরে সেতুটি জীর্ণ দশায় ছিল।সেতুটি বিভিন্ন অংশে ফাটল ধরা থেকে শুরু করে সেতুটির একটি অংশ বসেও গিয়েছিল।৫১২ নং জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতুটি দিয়ে বালুরঘাট থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ রক্ষায় ভারী যানবাহন চলাচল করত দীর্ঘদিন ধরে।এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেতু ভেঙ্গে পড়ার ঘটনার পরেও এই সেতুর উপর দিয়ে যাতায়াত করছিল ভারী যানবাহন।এরপর সেতুটির জীর্ণদশার চিত্র সংবাদপত্রের শিরোনামে উঠে আসলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কোন রকম ঝুকি না নিয়েই সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এবং সেতুটির মেরামতি শুরু করে।এবং দুর্গাপূজার আগে সেতুটি জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে তড়িঘড়ি খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি ঠিকাদার সংস্থাকে দিয়ে দিন রাত এক করে সেতুটি মেরামত করার কাজ চলছিল,কিন্তু সেতু মেরামতির জন্য নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয় প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা।দক্ষিণ দিনাজপুর বিজেপির মিডিয়া সেল-এর আহ্বায়ক অভিজিৎ রায় অভিযোগ করে বলেন আমরা কয়েকদিন ধরেই দেখছি সেতু মেরামতির জন্য বালি,পাথর, সিমেন্ট এবং লোহার রড নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন সেতু মেরামতির জন্য শ্রমিকদের সুরক্ষা মানা হচ্ছে না।এর পাশাপাশি এদিন বিজেপি কর্মী সমর্থকরা উন্নত মানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু মেরামতির দাবী ছাড়াও সেতু মেরামতির কাজ সরজমিনে জেলা শাসককে খতিয়ে দেখার দাবীও জানান। এই বিষয়ে কাজের বরাদ পাওয়া ঠিকাদার সংস্থার কর্মীরা কিছু মন্তব্য করতে চাননি এদিন। তবে ঘটনাস্থলে উপস্থিত বালুরঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার এবং বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য শংকর দত্ত বলেন আমি কাজ দেখতে আসেনি বা গুনগত মানের বিষয় আমার জানার কথাও না। এই বিষয়টি জাতীয় সড়ক দপ্তরের বিষয়, তারাই এটা ভাল বলতে পারব।তবে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুনগত মান ভাল এটা সবাই বলবে।

আরও পড়ুন: নয়াগ্রামে নেকড়ে হানায় দুই শিশু সহ আহত ষোল 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here