রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিধানসভায় সামাল দিতে পারলেও, পঞ্চায়েত ভোটে শেষ রক্ষা হলো না। নির্বাচনের ফলের ট্রেন্ডে মঙ্গলবার দুপুর পর্যন্ত এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু সন্ধের দিকে বদলে যায় চিত্র। রাজস্থানে পঞ্চায়েত ভোটে ভরাডুবি কংগ্রেসের।

Rajasthan panchayat election | newsfront.co
প্রতীকী চিত্র

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসকদল কংগ্রেসকে টেক্কা দিয়ে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, সর্বত্রই গেরুয়া ঝড়। পঞ্চায়েত সমিতিতে বিজেপি পেয়েছে ১৮৩৩টি আসন, কংগ্রেস ১৭১৩টি আসন। জেলা পরিষদে বিজেপি পেয়েছে ২৬৫টি আসন, কংগ্রেস ২০১টি আসন জিতে অনেক পিছনে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ফলাফলের ট্রেন্ডে এগিয়ে ছিল কংগ্রেস। সন্ধ্যে গড়াতেই বদলাতে থাকে চিত্রটা। গেরুয়া শিবিরের এই জয়কে ঐতিহাসিক এবং গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে বিজেপির উত্থান হিসাবে আখ্যা দিয়েছেন রাজ্য সভাপতি সতীশ পুনিয়া।

আরও পড়ুনঃ সফল ভারত বন্‌ধে চাপে কেন্দ্র, মঙ্গলবার সন্ধ্যাতেই কৃষক নেতাদের বৈঠকে ডাকলেন শাহ

এই বিপুল জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষক নীতির জয় হিসাবেই তুলে ধরছে বিজেপি। কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে ভারত বনধকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, সেই গ্রামীণ ভোটেই ধরাশায়ী হলেন অশোক গেহলট।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলার তালিকায় তিন ভারতীয়, শীর্ষে নির্মলা

সাম্প্রতিক পুরভোটে ভাল ফলের রেশ গ্রামীণ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বজায় থাকবে, আশাবাদী ছিলেন মুখ্যমন্ত্রী গেহলট। জয়পুর, যোধপুর, কোটার মতো বড় শহরে পুরনিগম ধরে রেখেছিল কংগ্রেস। দলের মধ্যে নানা অন্তর্দ্বন্দ্ব থাকা সত্বেও বিজেপি গ্রামীণ ভোটে অসাধারণ ফল করেছে।

অন্যতম শরিক দল আরএলপি যদিও কৃষি আইন নিয়ে সহমত নয় , আরএলপি সাংসদ হনুমান বেনিওয়াল জোট ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষক বিদ্রোহের জেরে। পঞ্চায়েত ভোটে তাই আরএলপি নিজেদের মত আলাদা লড়াই করেছে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here