সফল ভারত বন্‌ধে চাপে কেন্দ্র, মঙ্গলবার সন্ধ্যাতেই কৃষক নেতাদের বৈঠকে ডাকলেন শাহ

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রের নির্ধারিত ষষ্ঠ দফার বৈঠকের একদিন আগেই কৃষক নেতাদের নিজের বাসভবনে আলোচনায় ডাকলেন অমিত শাহ। আন্দোলনের তীব্রতা প্রশমনে কি তবে নতুন কোনো প্রস্তাব দিতে চলেছে সরকার! প্রশ্ন উঠছে সব মহলে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, আজ সন্ধ্যা ৭ টায় আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে।

Delhi Farmers protest | newsfront.co

অন্যদিকে, কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের নেতা আগামিকাল, বুধবার বিকেল পাঁচটার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রতিনিধি দলে থাকবেন রাহুল গান্ধী, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি-সহ পাঁচ জন প্রতিনিধি।

এদিন তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাকে ভারত বন্‌ধে তুমুল সাফল্য দেশজুড়ে। প্রভাব পড়েছে বাংলাতেও। বিভিন্ন জায়গায় চলে রেল ও সড়ক অবরোধ। অবরোধের জেরে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সকাল থেকে বন্‌ধের প্রভাব পড়েছে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ‘চাক্কা জ্যাম’ করার কর্মসূচি নেওয়া হয়।

আরও পড়ুনঃ গৃহবন্দি কেজরিওয়াল! দাবি আপের, অস্বীকার পুলিশের

কোনও দোকান জোর করে বন্‌ধ করা যাবে না, সোমবার একথা স্পষ্ট করে দিয়েছেন কৃষকরা। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত সম্পূর্ণ ভারত বন্‌ধে পালন করা হলেও সমস্ত জরুরি পরিষেবা বন্‌ধের আওতার বাইরে থাকছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বন্‌ধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ লাইনে বসে বিক্ষোভ, লাল পতাকা নিয়ে রেল অবরোধ দমদম থেকে যাদবপুর

কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে একাধিক রাজনৈতিক দল। তবে, কৃষকরা শর্ত দিয়েছেন রাজনৈতিক ব্যানার ছেড়ে বন্‌ধে শামিল হতে হবে দলগুলোকে। এই বন্ধকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আপ, আরজেডি, সপা, বসপা, জম্মু কাশ্মীর উপত্যকার গুপকর দল, বামেরা-সহ ১৫টি দল সমর্থন জানিয়েছে। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here