বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
50

পিয়ালী দাস,বীরভূমঃ

bjp injured by tmc attack
চিকিৎসাধীন আক্রান্ত।নিজস্ব চিত্র

গতকাল ছিল বিজেপির বীরভূম ও বোলপুর লোকসভার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন।সে মতো মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক মিছিল করে এসেছিল সিউড়ি প্রশাসনিক ভবন চত্বর।

সেই মিছিলে শামিল হওয়ার অপরাধেই গতকাল রাত্রে মহাম্মদ বাজার থানার অন্তর্গত ভেজিনা গ্রামে তৃণমূল নেতা শেখ সিরাজের নেতৃত্বে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি ভোজালির কোপ ও পাথর ছোঁড়া হয় বিজেপি কর্মীদের লক্ষ্য করে। ঘটনায় আহত ৬ জন বিজেপি কর্মী,এর মধ্যে তিনজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা স্থানান্তরিত করা হয়েছে তাকে।

আরও পড়ুনঃ বামেদের মিছিলে বাধা দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গ্রামবাসীদের অভিযোগ ভূতুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা শেখ সিরাজ দুষ্কৃতী বাহিনী নিয়ে বেশ কয়েক মাস ধরে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।কোন উন্নয়ন করছে না সে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকাও মেরে নিচ্ছে সে। গ্রামবাসীদের বেছে বেছে বাড়ি দেওয়া হচ্ছে,এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে।

এর ফলে তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন বিক্ষুব্ধ হয়ে বি.জে.পিতে যোগদান করে দিন কয়েক আগে।গ্রামের বেশিরভাগটাই এখন বিজেপির দখলে।গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পুরো গ্রামে লাগানো হয় বিজেপির পতাকা,আর এতেই ক্ষুব্ধ সিরাজ।রাত হতেই স্বদলবলে হাজির গ্রামে। বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোম,কর্মীরা বাড়ির বাইরে বেরিয়ে এলে এলোপাথাড়ি ভোজালির কোপ মারা হয় তাদের, কর্মীদের লক্ষ্য করে পাথরো ছোঁড়া হয়।ভোজালির কোপ ও পাথরের আঘাতে আহত হয় ৬ জন।

ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশকে। মহাম্মদ বাজার থানার পুলিশ সঙ্গে সঙ্গেই গ্রামে গিয়ে উপস্থিত হয়। এরপরই গ্রাম ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এখনও বেশ থমথমে এলাকা, টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। যদিও সব অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূল, তাদের দাবি এটা বিজেপির গোষ্ঠী কোন্দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here