নিউজডেস্কঃপ্রকাশ্যে উন্নয়নের ঝাঁ চকচকে ফানুস ওড়ালেও শরিকী বিবাদে দীর্ণ হচ্ছে বিজেপি।
এদিন মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জনসভায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মোদী পরিচালিত বিজেপিকে উন্মাদ খুনি বলে উল্লেখ করলেন।এই জনসভায় উদ্ভব জানিয়ে দেন যে,”বাল সাহেব ঠাকরে বিজেপিকে অনেক সহ্য করেছিলেন,আমরা কিন্তু তা আর বরদাস্ত করতে রাজি নই।” শুধু তাই নয় তিনি জানিয়ে দেন যে,কৃষকদের জমি ছিনিয়ে বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত করার বিরুদ্ধেও শিবসেনা আন্দোলন করবে।
যদিও বিজেপি প্রকাশ্যে এই শরিকি দ্বন্দ্বকে গুরুত্ব দিতে নারাজ।আজ এন ডি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে স্বয়ং মোদি একাধিক টুইট করেন যার বিষয় ছিল তাঁর জামানাই দেশে উন্নয়নের বয়ে যাওয়া জোয়ারের প্রচার।
কিন্তু এই জোয়ারের তলায় অন্তঃসলিলা চোরা স্রোতের মতই বাড়ছে ক্ষোভ বিক্ষোভ।শিবসেনা শুধু নয় টিডিপি ও এখন বিজিপি বিরোধী মঞ্চে।২০১৯ এ বিজেপি পরিচালিত এন ডি এ জোটের নির্বাচনী ট্যাগ লাইন হতে চলেছে,২০১৯ মে ফির মোদি সরকার।এখন দেখার এটাই যে শরিকি বিক্ষভের কাঁটা মুক্ত হয়ে কতটা ঐক্যবদ্ধ লড়াই আসন্ন লোকসভায় দিতে পারে মোদি পরিচালিত এন ডি এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584